পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন

পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন
পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন

ভূবিজ্ঞানীদের মতে সমুদ্রের তলদেশে পলিরাশির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীদেহ চাপা পড়ে এবং সেগুলি পাললিক শিলাস্তরের চাপে, তাপে এবং সময়ের ব্যবধানে তরল পদার্থে পরিণত হয়। জল, তেল এবং স্বাভাবিক গ্যাস পাললিক শিলার ভাঁজে অবস্থান করে। শিলাস্তরে ভাঁজের ঊর্ধ্বভাগে তেল ও গ্যাস থাকে। সাধারণত পাললিক শিলাসমূহের মধ্যে বেলেপাথর ও চুনাপাথর বেশি সচ্ছিদ্র হওয়ায় এই শিলাগুলির মধ্যেই অধিক তেল সঞ্চিত হয়। তাই পাললিক শিলা ভিন্ন অন্য শিলায় খনিজ তেল পাওয়া যায় না।

Leave a Comment