পারমাণবিক শক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। |
পারমাণবিক শক্তির সুবিধাগুলি হল:
কম কাঁচামালে অধিক বিদ্যুৎ
কম পরিমাণে তেজস্ক্রিয় কাঁচামাল ব্যবহার করে অধিক বিদ্যুৎ উৎপাদন সম্ভব। যেমন, মাত্র এক পাউন্ড ইউরেনিয়াম থেকে 12,000 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে প্রায় 6000 টন কয়লার দরকার হয়।
কম খরচ
এই বিদ্যুৎ ক্ষেত্রে কাঁচামালের পরিবহণ খরচ কম। শ্রমশক্তির ব্যবহার কম এবং কম কাঁচামালে অধিক বিদ্যুৎ উৎপাদন হওয়ায় উৎপাদন ব্যয়ও কম। ফলে এই বিদ্যুৎ অত্যন্ত সস্তা।
অধিক ব্যাবহারিক গুরুত্ব
গৃহস্থালি থেকে শুরু করে সাবমেরিন, কৃত্রিম উপগ্রহ প্রভৃতি ক্ষেত্রে এই শক্তির ব্যাবহারিক গুরুত্ব অনেক বেশি।
অন্যান্য সুবিধা
(ⅰ) এই শক্তিকেন্দ্র স্থাপনে জমি কম লাগে; (ii) ছাইজনিত দূষণ কম হয়; (iii) জীবাশ্ম জ্বালানির সঞ্চয় বৃদ্ধি পায়।
পারমাণবিক শক্তির অসুবিধাগুলি হল:
কাঁচামালের সমস্যা
পারমাণবিক শক্তির কাঁচামালগুলি সর্বত্র পাওয়া যায় না।
অধিক প্রাথমিক ব্যয়
এই শক্তিকেন্দ্র স্থাপনে ও যন্ত্রপাতি কিনতে প্রাথমিকভাবে প্রচুর মূলধন বিনিয়োগ প্রয়োজন।
তেজস্ক্রিয় দূষণ
এই শক্তিকেন্দ্র থেকে নির্গত তেজস্ক্রিয় বর্জ্য জীবজগতের পক্ষে মারাত্মক ক্ষতিকর। এই বর্জ্য সংরক্ষণও অত্যন্ত ব্যয়বহুল।
ধ্বংসাত্মক ক্ষমতা
পারমাণবিক শক্তি দিয়ে তৈরি পারমাণবিক বোমা মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস করে দিতে পারে।