“পন্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন।”- ফাউন্টেন পেনকে বাংলায় কী বলে? এই কলম আবিষ্কারের. ইতিবৃত্ত বর্ণনা করো। |
ফাউন্টেন পেন আবিষ্কার হওয়ার আগে দোয়াত ও নিব পেনের প্রচলন ছিল। এই প্রকার কলমকে কালিতে বারবার ডুবিয়ে লিখতে হত, তাই এই কলমে লিখতে হলে সঙ্গে করে কালির দোয়াত নিয়ে যেতে হত।
আমেরিকার ক্যালিফর্নিয়ার এক ব্যবসায়ী লুইস অ্যাডসন ওয়াটারম্যান অন্যান্য ব্যবসায়ীর মতো দোয়াত-কলম নিয়ে কাজে যেতেন। একবার একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করার সময় দোয়াত উপুড় হয়ে কাগজে পড়ে যায়। তখন ওয়াটারম্যানকে কালির খোঁজে যেতে হয়। তখনকার দিনে দোয়াতে ভরা কালি সহজলভ্য ছিল না, তাই কিছু সময় পরে তিনি কালি নিয়ে ফিরে এসে শোনেন অন্য একজন তৎপর ব্যবসায়ী সেই ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সাক্ষর করে চলে গেছেন। এই ঘটনা ওয়াটারম্যানকে বিমর্ষ করে তোলে। তিনি মনে মনে এই ঘটনার প্রতিকার বিধানের সংকল্প গ্রহণ করেন। তাঁর সেই অদম্য ইচ্ছা থেকেই ফাউন্টেন পেন রূপ লাভ করে। ক্রমে বিজ্ঞানের অগ্রগতির ফলে ফাউন্টেন পেন অনেক সস্তা ও সহজলভ্য হওয়ায় কলম হয়ে ওঠে সর্বজনীন।