পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি— কারা, কিভাবে দীর্ঘদিন পরে সুখ খুঁজে পেয়েছে

পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি

“পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি”— কারা, কিভাবে দীর্ঘদিন পরে সুখ খুঁজে পেয়েছে
 “পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি”— কারা, কিভাবে দীর্ঘদিন পরে সুখ খুঁজে পেয়েছে?

লিও তলস্তয় রচিত ‘ইলিয়াস’ গল্পে বৃদ্ধ ইলিয়াস দম্পতি অবশেষে দীর্ঘ পঞ্চাশ বছর দাম্পত্য জীবন পেরিয়ে সুখ খুঁজে পেয়েছিল।

দীর্ঘ পঞ্চাশ বছরের দাম্পত্য জীবনে বেশিরভাগ দিন কাটে প্রাচুর্যে। সেই সময়ে তাদের নিজেদের জন্য কোনো সময় ছিল না। এমনকি ঈশ্বরের কাছে প্রার্থনা করার অবকাশ ছিল না। কিন্তু বর্তমানে সর্বহারা হয়ে তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছে। মনিবের সেবা করার ফাঁকে নিজেদের মধ্যে সুখ-দুঃখ আলোচনা করা কিংবা ভগবানের কাছে প্রার্থনা জানানোর যথেষ্ট সময় আছে। প্রাচুর্যের দুশ্চিন্তাও আর তাদের নেই।

Leave a Comment