নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন

নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন
নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন?

১৮০৭ খ্রিস্টাব্দে ঢিলসিটের সন্ধি দ্বারা ফ্রান্স ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। অতঃপর ১৮১২ খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন।

নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কারণ

নেপোলিয়ন সম্পর্কে জারের মোহভঙ্গ

টিলসিটের সন্ধি স্বাক্ষরের পর জার আশা করেছিলেন সুইডেন, পোল্যান্ড ও তুরস্কে রাশিয়া সাম্রাজ্য বিস্তারের সুযোগ পাবে। নেপোলিয়ন সুইডেন ও তুরস্কের বিরুদ্ধে জারকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও পালন করেননি।

গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ

নেপোলিয়ন প্রাশিয়া অধিকৃত পোল্যান্ডের অংশ নিয়ে গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ গঠন করেন। পরে অস্ট্রিয়ার গ্যালিসিয়া দখল করে এর সঙ্গে যুক্ত করেন। এতে রাশিয়ার ধারণা হয় নেপোলিয়ন স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র গঠনের চেষ্টা করছেন।

মহাদেশীয় ব্যবস্থা

নেপোলিয়নের কথামতো রাশিয়া মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মেনে নেয়। এতে রাশিয়া প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। রাশিয়ায় জিনিসপত্রের দাম বেড়ে যায়, বেকারত্ব বৃদ্ধি পায়, অনেক কলকারখানা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় জার ১৮১০ খ্রিস্টাব্দে রাশিয়াকে ব্রিটিশ বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেন।

ওল্ডেনবার্গ দখল

রাশিয়ার জারের ভগ্নীপতি ছিলেন ওল্ডেনবার্গের ডিউক। তিনি মহাদেশীয় ব্যবস্থা অমান্য করলে নেপোলিয়ন তাঁর রাজ্য দখল করেন। এই ঘটনায় জার ও রুশ অভিজাতরা নেপোলিয়নের প্রতি ক্ষুব্ধ হন। অপরদিকে নেপোলিয়নও রাশিয়ার প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করেন।

Leave a Comment