নেপোলিয়ন কীভাবে ফ্রান্সে কনসুলেট শাসনব্যবস্থা প্রবর্তন করেন? |
ভূমিকা
১৭৯৯ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর (ফরাসি ১৮ ব্রুমেইয়ার তারিখে) ডাইরেক্টরি শাসনব্যবস্থার উচ্ছেদ করে ফ্রান্সে কনসুলেট শাসনব্যবস্থার প্রবর্তন ছিল ফ্রান্সের শাসকরূপে নেপোলিয়নের কৃতিত্বের ক্ষেত্রে প্রথম পর্যায়।
প্রেক্ষাপট
কনসুলেট শাসনব্যবস্থা প্রবর্তনের প্রেক্ষাপটে উল্লেখযোগ্য দিক হল-
ফরাসি বিপ্লব রক্ষা : ফরাসি গোলন্দাজ বাহিনীর সহকারী লেফটেন্যান্ট রূপে নেপোলিয়ন ইংরেজ নৌবহরের হাত থেকে তুলোঁ বন্দর উদ্ধার (১৭৯৩ খ্রি.) করেন এবং পরবর্তীকালে ব্রিগেডিয়ার রূপে জাতীয় কনভেনশনের শাসক ডিরেক্টরদের জীবন রক্ষা (১৭৯৫ খ্রি.) করে তাঁদের কৃতজ্ঞতা লাভ করেন।
ইটালি অভিযান: ডিরেক্টরদের নির্দেশে নেপোলিয়ন ইটালিতে ফরাসি সৈন্যবাহিনীর অভিযানের (১৭৯৬-৯৭ খ্রি.) নেতৃত্ব গ্রহণ করেন (ইটালির উত্তরাংশ সেই সময় অস্ট্রিয়ার প্রভাবাধীন ছিল) এবং অস্ট্রিয়ার উপর বারবার আঘাত হেনে তিনি উত্তর-ইটালির কিছু অংশ অধিকার করেন। অতঃপর অস্ট্রিয়া ক্যাম্পো-ফোর্মিও-র সন্ধি স্থাপনে বাধ্য হয় এবং ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপে ১৭৯৩ খ্রিস্টাব্দে গঠিত প্রথম শক্তিসংঘ ভেঙে যায়।
মিশর অভিযান: ইংল্যান্ডের সঙ্গে ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে ১৭৯৮ খ্রিস্টাব্দে নেপোলিয়ন মিশর অভিযান করেন, কিন্তু নীলনদের যুদ্ধে তিনি ব্রিটিশ নৌ-সেনাপতি নেলসনের কাছে পরাজিত হন।
ডাইরেক্টরি শাসনের দুর্বলতা : ফ্রান্সের অভ্যন্তরেও ডাইরেক্টরি শাসন অপ্রিয় হয়ে উঠেছিল। এই অবস্থায় নেপোলিয়ন তাঁর প্রাচ্য-পরিকল্পনা অসমাপ্ত রেখে দেশে ফেরেন এবং ডাইরেক্টরি শাসন উচ্ছেদ করে কনসুলেট (Consulate) শাসনব্যবস্থা প্রবর্তন করেন (নভেম্বর, ১৭৯৯ খ্রি.)।
কনসুলেট-এর শাসন
নব প্রবর্তিত কনসুলেট শাসনব্যবস্থা অনুসারে ফ্রান্সের প্রশাসন ব্যবস্থায় তিনজন কনসালকে নিয়ে এক প্রশাসকমণ্ডলী নিযুক্ত করা হয়। এদের মধ্যে প্রথম কনসালই ছিলেন সর্বপ্রধান এবং অন্য দুজন তার সহায়ক ছিলেন। নেপোলিয়ন প্রথম কনসাল (First Consul) হিসেবে নিজের হাতে দেশের শাসনভার গ্রহণ করেন।