নেপোলিয়ন কীভাবে জার্মানিকে পুনর্গঠন করেন

নেপোলিয়ন কীভাবে জার্মানিকে পুনর্গঠন করেন
নেপোলিয়ন কীভাবে জার্মানিকে পুনর্গঠন করেন?
নেপোলিয়ন অস্ট্রিয়া ও প্রাশিয়াকে পরাজিত করে ব্যাসলের সন্ধি (১৭৯৫ খ্রি.), ক্যাম্পো-ফোর্মিও’-র সন্ধি (১৭৯৭ খ্রি.), লুনভিলের সন্ধি (১৮০১ খ্রি.) গুলির দ্বারা নেপোলিয়ন যে ভৌমিক অধিকার লাভ করেন তার দ্বারা তিনি জার্মানিকে পুনর্গঠন করার অধিকার পান।

রাষ্ট্রগঠন নীতি

নেপোলিয়ন জার্মানির সংগঠনে ‘ক্লায়েন্টেল নীতি’ বা ‘স্যাটেলাইট নীতি’ (Clentele or Satellite Policy) অনুসরণ করেন। এই নীতি অনুসারে জার্মানিকে এমনভাবে পুনর্গঠন করা হয় যাতে নবগঠিত রাজ্যগুলি ফ্রান্সের উপগ্রহ বা আশ্রিত রাজ্যে পরিণত হয়।

জার্মানির পুনর্গঠন

জার্মানির ৩০০টি মতান্তরে (২৫০টি) রাজ্য ভেঙে ৩৯টি রাজ্যে পরিণত করে সেগুলিকে নিয়ে বিভিন্ন সংগঠন গড়ে তোলা হয়।

কনফেডারেশন অব দ্য রাইন (Confederation of the Rhine)

জার্মানিকে পুনর্গঠনের লক্ষ্যে নেপোলিয়নের সর্বাধিক উল্লেখযোগ্য কীর্তি হল ১৮০৬ খ্রিস্টাব্দে রাইন রাষ্ট্র সংঘ (Confederation of the Rhine) গঠন। জার্মানির ব্যাভেরিয়া, ব্যাডেন, উটেমবার্গ, স্যাক্সনি এবং আরো ২৮টি ক্ষুদ্র রাজ্য নিয়ে এই রাষ্ট্র সংঘ গঠিত। এই সংগঠনের ফলে জার্মানি থেকে অস্ট্রিয়ার প্রভাব লোপ পায়।

কিংডম অব ওয়েস্টফেলিয়া (Kingdom of Westphalia)

পোল্যান্ডের কিয়দংশ ও পশ্চিম প্রাশিয়া নিয়ে কিংডম অব ওয়েস্টফেলিয়া গঠন করেন। মূলত, হ্যানোভার, ব্রান্সইউক, হেসেকেসেল, রেনিস প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। শাসক হিসেবে নেপোলিয়নের নিজ ভাই জেরোম স্থাপন করা হয়।

গ্র্যান্ড ডাচি অব ওয়ারস (Grand Duchy of Warsaw)

পোল্যান্ড ও রাশিয়ার কিছু অংশ নিয়ে গ্রান্ড ডাচি অব ওয়ারস গঠিত। এই অঞ্চলের দায়িত্ব নেপোলিয়নের বশংবদ স্যাক্সনির রাজার অধীনে রাখেন।

সমাজ সংস্কার

জার্মানিতে নেপোলিয়ন তাঁর বিখ্যাত সংস্কারগুলি প্রবর্তন করেন। পশ্চিম জার্মানিতে তিনি সামন্তপ্রথা ধ্বংস করেন। এর ফলে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। কোড নেপোলিয়ান চালু করা হয়। তিনি জার্মানিতে বহু রাস্তাঘাট তৈরি করেন। ফলে জার্মানিতে শিল্পের সূচনা হয়।

পরিশেষে বলা যায় যে, নেপোলিয়নের সাম্রাজ্যের অধীনে থেকে জার্মানরা যে ঐক্যের আস্বাদ পেয়েছিল তাতে পরবর্তীকালে তাদের স্থায়ী ঐক্য প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল। তবে একথাও মনে রাখা দরকার যে, তিনি জার্মানিতে যে জাতীয়তাবাদের বীজ ছড়ান তা ফলবতী হয়ে তাঁর শাসনের বিরুদ্ধে তা সক্রিয় হয়।

Leave a Comment