নেপোলিয়ন কীভাবে ইটালির পুনর্গঠন করেন

নেপোলিয়ন কীভাবে ইটালির পুনর্গঠন করেন
নেপোলিয়ন কীভাবে ইটালির পুনর্গঠন করেন?

নেপোলিয়নের সুদক্ষ নেতৃত্ব ও কূটনীতির ফলে ইউরোপের যেসকল অঞ্চল পুনর্গঠিত হয়েছিল, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ইটালি।

ইটালির পুনর্গঠন

নেপোলিয়ন ক্যাম্পো ফোর্মিও (১৭৯৭ খ্রি.) এবং প্রেসবার্গের সন্ধির (১৮০৫ খ্রি.) দ্বারা ইটালিতে অস্ট্রিয়ার যে রাজ্য ছিল তা দখল করেন। অতঃপর– 

  • তিনি এই অধিকৃত অঞ্চলগুলিকে ফরাসি আশ্রিত রাজ্যে পরিণত করেন এবং নিজেকে ইটালির সম্রাট (King of Italy) বলে ঘোষণা করেন। 
  • উত্তর ইটালির টাসকানি, পিডমন্ট ও জেনোয়াকে ফ্রান্সের প্রত্যক্ষ শাসনাধীনে রাখা হয়। 
  • নেপলস অর্থাৎ দক্ষিণ ইটালি থেকে বুরবোঁ বংশীয় রাজা চতুর্থ ফার্দিনান্দকে বিতাড়িত করে নিজ ভ্রাতা জোসেফ বোনাপার্টকে শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন। 
  • সর্বোপরি ইটালিতে বহু রাস্তাঘাট নির্মাণ, কোড নেপোলিয়ন প্রণয়ন-সহ বহু সংস্কার করেন। এর ফলে ইটালিতে নতুন জীবনধারার সূচনা হয়।

Leave a Comment