নেপোলিয়নের সাফল্যের কারণগুলি লেখো

নেপোলিয়নের সাফল্যের কারণগুলি লেখো
নেপোলিয়নের সাফল্যের কারণগুলি লেখো
নেপোলিয়ন বোনাপার্ট (Napoleon Bonapart) ছিলেন ফ্রান্সের অন্যতম শ্রেষ্ঠ রণনিপুণ সেনাপতি। অতি সাধারণ পরিবারের সন্তান হয়েও নিজ দক্ষতায় তিনি ফ্রান্সের শাসক হয়েছিলেন। আর তাঁকে সম্রাট পদে বরণ করে নিয়েছিলেন ফরাসি বিপ্লব দ্বারা প্রভাবিত জনগণই। তবে এই সাফল্য লাভ কোনো আকস্মিক ঘটনা নয়, সমকালীন রাজনৈতিক পরিস্থিতিই ছিল নেপোলিয়নের অনুকূলে।

সাফল্যের কারণ

নেপোলিয়নের সাফল্যের পিছনে বিদ্যমান ছিল একাধিক কারণ।

চারিত্রিক গুণাবলি

নেপোলিয়নের সাফল্যের একটি বড়ো কারণ ছিল তাঁর ব্যক্তিগত প্রতিভা, দক্ষতা, উচ্চাকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস, সামরিক ও রাজনৈতিক কূটকৌশল এবং সাংগঠনিক ক্ষমতা। তিনি ফরাসি জনগণের সমর্থন ও ভালোবাসা পেয়েছিলেন।

ডিরেক্টরি শাসনের বিফলতা

বিপ্লবোত্তর ফ্রান্সে ডিরেক্টরির শাসনকাল ছিল অদক্ষ, অসৎ এবং স্বার্থপর। আর এই চরম দুঃসময়ে নেপোলিয়নের আবির্ভাব ফরাসিদের মনে নতুন আশার সঞ্চার করে। ঐতিহাসিক রাইকার (Riker)-এর মতে, “আশা বিপ্লবকে জন্ম দেয়, আর হতাশা নেপোলিয়নের উত্থানকে ত্বরান্বিত করে” (It was hope that made the Revolution, it was despair that led it at the feet of Napoleon) |

নেপোলিয়নের যুদ্ধজয়

ফ্রান্সের বিরুদ্ধে গড়ে ওঠা দ্বিতীয় শক্তিজোটকে তিনি ধ্বংস করেন। ফলে ফরাসিদের কাছে তিনি ছিলেন মুক্তির প্রতীক। একের পর এক যুদ্ধজয় নেপোলিয়নের উত্থানকে সম্ভবপর করে তুলেছিল।

ফরাসি বিপ্লবের অন্যতম পরিণামস্বরূপ যে হতাশা জন্ম নিয়েছিল নেপোলিয়নের বিপ্লবী আদর্শ এবং সুবিধাবাদ তা থেকে ফ্রান্সকে মুক্তি দিয়েছিল।

Leave a Comment