নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ প্রথা ব্যর্থ হয় কেন? |
নেপোলিয়ন ইংল্যান্ডকে পর্যুদস্ত করার জন্য যে অর্থনৈতিক অবরোধের নীতি গ্রহণ করেন, তাকে ‘মহাদেশীয় অবরোধ প্রথা’ বা ‘Continental System’ বলা হয়। যদিও এই ব্যবস্থা ব্যর্থ হয় তবু নেপোলিয়নের পতনে এর গুরুত্বের কথা অস্বীকার করা যায় না।
ব্যর্থতার কারণ
মহাদেশীয় অবরোধ প্রথার ব্যর্থতার পিছনে যে কারণগুলি ছিল, সেগুলি হল-
- এই অবরোধ ব্যবস্থা চালু রাখার জন্য সর্বাগ্রে প্রয়োজন ছিল একটি শক্তিশালী নৌবাহিনীর, যা ফ্রান্সের ছিল না।
- সমগ্র ইউরোপ জুড়ে ইংল্যান্ডে উৎপন্ন বিভিন্ন দ্রব্য, যেমন- চা, কফি, চিনি ইত্যাদির ব্যাপক চাহিদা ছিল। অবরোধ প্রথা চালু হওয়ায় ফ্রান্সের পক্ষে সমগ্র ইউরোপের চাহিদা মেটানো সম্ভব ছিল না। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় ফ্রান্স তথা ইউরোপের মানুষ ক্রমশ নেপোলিয়নের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন।
- ফ্রান্স-সহ ইউরোপের বিভিন্ন দেশে ইংল্যান্ডজাত দ্রব্যাদির ব্যাপক চোরাচালান শুরু হয়- যা রোধ করার ক্ষমতা নেপোলিয়নের ছিল না।
শেষ পর্যন্ত নেপোলিয়ন এই ব্যবস্থার অসারতা উপলব্ধি করে ১৮১৩ খ্রিস্টাব্দে তা প্রত্যাহার করে নেন।