নেপোলিয়নের প্রশাসনিক সংস্কার টীকা লেখো

নেপোলিয়নের প্রশাসনিক সংস্কার টীকা লেখো
নেপোলিয়নের প্রশাসনিক সংস্কার টীকা লেখো
নেপোলিয়ন বোনাপার্ট তাঁর অভাবনীয় সামরিক প্রতিভার সাহায্যে ফ্রান্সকে কেন্দ্র করে ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠার পাশাপাশি অভ্যন্তরীণ নানা সংস্কারকার্যে ব্রতী হন। তাঁর অভ্যন্তরীণ সংস্কারগুলির মধ্যে উল্লেখযোগ্য সংস্কার ছিল শাসনতান্ত্রিক সংস্কার।

শাসনতান্ত্রিক সংস্কার

নেপোলিয়ন প্রদেশের ওপর কেন্দ্রের নিয়ন্ত্রণ স্থাপন করে জাতীয় ঐক্য ও কেন্দ্রীকরণ নীতিকে প্রসারিত করার উদ্যোগ নেন।

কেন্দ্রীয় শাসনব্যবস্থা

নেপোলিয়ন দেশে একটি সুদৃঢ় ও শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন। এই উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলির স্বাধীন কার্যকলাপ সীমাবদ্ধ করে দেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন এবং ব্যক্তি স্বাধীনতা খর্ব করেন।

প্রশাসনিক বিন্যাস

নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে ৮৩টি প্রদেশে এবং প্রদেশগুলিকে ৫৪৭টি জেলায় বিভক্ত করেন। প্রদেশ ও জেলার যাবতীয় ক্ষমতা প্রিফেক্ট ও সাব-প্রিফেক্টদের হাতে দেওয়া হয়। তবে তাদের মনোময় ও নিয়োগ করার একমাত্র অধিকার ছিল নেপোলিয়নের। কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হত। প্রাদেশিক শাসকগণের নির্বাচিত হওয়ার পরিবর্তে প্রথম কনসাল কর্তৃক নিযুক্ত হয়ে সম্পূর্ণরূপে তাঁর কতৃত্বাধীন থাকবার ব্যবস্থা করেন।

স্থায়ত্বশাসনমূলক প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব

স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান সমূহের স্বাধীনতা বহুল পরিমাণে খর্ব করে সেগুলিকে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ শাসনাধীনে আনেন।

কাউন্সিল অব স্টেট (Council of State)

নেপোলিয়নের প্রশাসন কাঠামোর কেন্দ্রে ছিল কাউন্সিল অব স্টেট। এটি কয়েকটি ভাগে বিভক্ত ছিল এবং যে যে বিষয়ে অভিজ্ঞ বা বিশেষত তাকে সেই দায়িত্ব দেওয়া হত। তবে তাদের কোনো স্বাধীনতা ছিল না। চূড়ান্ত সিদ্ধান্ত বা যা কিছু করার তা নেপোলিয়ন নিজে করতেন।

এই শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সের ওপর তাঁর নিয়ন্ত্রণ দৃঢ় করেছিলেন এবং প্রশাসনিক সুবিধার জন্য কোড নেপোলিয়নের প্রবর্তন করেন।

Leave a Comment