‘নদী উপত্যকা ইংরেজি ‘।’ ও ‘V’ আকৃতির হয়, কিন্তু হিমবাহ উপত্যকা ‘U’ আকৃতির হয়’– কারণ ব্যাখ্যা করো |
নদী উপত্যকা ‘।’ ও ‘V’ আকৃতিবিশিষ্ট হয় কারণ পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি বলে নদী প্রবলবেগে প্রবাহিত হয়। এই অংশে নদী নিম্নক্ষয় বেশি করে বলে উপত্যকার আকৃতি ‘।’ অক্ষরের মতো হয়, পরবর্তীক্ষেত্রে আবহবিকার, ধস, জলপ্রবাহের কারণে পার্শ্বক্ষয়ের দ্বারা ‘।’ আকৃতির উপত্যকা ‘V’ আকৃতির উপত্যকায় পরিণত হয়। কিন্তু হিমবাহ উপত্যকা ‘U’ আকৃতির হয়। কারণ–
সমহারে নিম্ন ও পার্শ্বক্ষয়
পার্বত্য অঞ্চলে হিমবাহ নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় অবঘর্ষ ও উৎপাটন প্রক্রিয়ার দ্বারা সমান হারে নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয় করে।
অধিক ক্ষয়ক্ষমতা
হিমবাহ অত্যন্ত কঠিন ও ভারী এবং ঘনীভূত বরফের স্তূপ হওয়ার জন্য এর ক্ষয়কার্যের ক্ষমতাও বেশি।
শিলাচূর্ণের পরিমাণ
বেশি শিলাচূর্ণ বহনের ফলে ‘V’ আকৃতির উপত্যকার খাড়া দু-পাশ সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয় ও আরও গভীর হয়, এর ফলে উপত্যকার আকৃতি ‘U’ অক্ষরের মতো হয়।