নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখো

নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখো – আজকের পর্বে নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করা হল।

    নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখো

    নদীর বহনকাজ এবং নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখো
    নদীর বহনকাজ এবং নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখো

    নদীর বহনকাজ

    যে প্রক্রিয়ার সাহায্যে নদী ক্ষয়জাত বিভিন্ন পদার্থসমূহ জলস্রোতের মাধ্যমে একস্থান থেকে অন্যত্র স্থানান্তরিত করে, তাকেই নদীর বহনকাজ বলা হয়।

    বহনকাজের প্রকৃতি

    উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের মাধ্যমে যে নুড়ি, বালি, প্রস্তরখণ্ড, কাদা প্রভৃতি সৃষ্টি হয় সেগুলিকেই নদীর জলস্রোত একটি নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে পরিবহন করে। এখানে নদী যে উপাদানগুলিকে পরিবহন করে, তাকে নদীর বোঝা (River load) বলা হয়।

    নদীর বহনকার্যের প্রক্রিয়াসমূহ – 

    নদী নিম্নলিখিত 4টি প্রক্রিয়ায় বহন কাজ করে থাকে, যেমন –

    (ক) দ্রবণ (Solution)

    প্রক্রিয়ায় বহন নদীর গতিপথে লবণ (ক্লোরাইড, সালফেট প্রভৃতি) কিংবা চুনাপাথরজাতীয় জলে দ্রবণীয় কোনো শিলাখণ্ড অবস্থান করলে জলস্রোতে ওই সকল শিলার দ্রবণ একস্থান থেকে অন্যত্র বাহিত হয়।

    (খ) ভাসমান (Suspension) প্রক্রিয়ায় বহন

    ক্ষুদ্রাকার ও কম ওজনের প্রস্তরখণ্ড, বালি কিংবা কাদার কণাগুলি নদীর স্রোতে চক্রাকারে ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্যত্র ভেসে বাহিত হয়।

    (গ) লম্ফদান (Saltation) প্রক্রিয়ায় বহন

    নদীর স্রোতের টানে কিছু মাঝারি আকৃতির শিলাখণ্ড নদীখাতের সঙ্গে ক্রমান্বয়ে ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে অন্যত্র বাহিত হয়। নদীখাতে এই শিলাখণ্ডগুলি 30- 120 সেমি পর্যন্ত লাফিয়ে স্থানান্তরিত হতে পারে।

    (ঘ) আকর্ষণ (Traction) প্রক্রিয়ায় বহন

    নদীগর্ভে পতিত বিভিন্ন রকম ভারী প্রস্তরখণ্ড স্রোতের টানে নদীর তলদেশ দিয়ে বোঝা (Bed-Load) হিসেবে গড়িয়ে গড়িয়ে অন্যত্র বাহিত হয়।

    Leave a Comment