“দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়াল চারদিকে।”- প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। |
প্রসঙ্গ
সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ‘ভারতবর্ষ’ গল্পে পৌষ মাসে ফাঁপির দুর্যোগ থামার পর থুথুড়ে বুড়িকে মৃত ভেবে হিন্দু মানুষজন তার দেহ বাঁশের চ্যাংদোলায় করে নদীর চড়ায় ফেলে আসে। পরে মুসলমান কিছু মানুষ- সেই মৃতদেহটি কবর দেওয়ার উদ্দেশ্যে বাজারে নিয়ে আসে। ভটচাজমশাই এবং মোল্লাসাহেবের মধ্যে মৃতকল্প বুড়িৎ ধর্মকে কেন্দ্র করে ঝগড়া শুরু হলে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে উত্তেজনা ছড়ায়।
ঘটনার বিবরণ
বুড়ির মৃতদেহকে ঘিরে যে সাম্প্রদায়িক বিরোধ বাঁধে তাতে বাজার অঞ্চলের সব দোকানের ঝাঁপ বন্ধ হয়। চারদিকের গ্রাম থেকে সশস্ত্র মানুষ ঘটনাস্থলে এসে শায়িত বুড়ির দেহের দু-পাশে দাঁড়িয়ে পরস্পরকে গালমন্দ করে। তাদের মধ্যে উক্তি-প্রত্যুক্তি চলে। ধর্মীয় অন্ধত্বের বশে তারা মানবিকতাকে ভুলে যায়। তাই তারা বুড়ির মানুষ পরিচয়কে গুরুত্ব না দিয়ে তার ধর্মীয় পরিচয়কে খুঁজতে চায়। আইনরক্ষক চৌকিদার তখন উন্মত্ত জনতাকে ঠান্ডা করতে ব্যর্থ চেষ্টা করে চলে।