দাক্ষিণ ভারতের নদীগুলিতে বন্যার প্রকোপ কম হয় কেন |
দাক্ষিণাত্যের নদীগুলিতে (গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, নর্মদা, তাপ্তী বন্যার প্রকোপ খুব কম। কারণ-
বৃষ্টির জলে পুষ্ট নদী
এই নদীগুলির জল হিমবাহ পুষ্ট নয়। বৃষ্টির জলে পুষ্ট নদী। তাই এতে সারাবছর জল থাকে না।
অবস্থানগত কারণ
নদীগুলির অবস্থান পশ্চিমঘাট পর্বতের অনুবাত ঢালের বৃষ্টিচ্ছায় অঞ্চলে হওয়ায় বর্ষাকালেও বৃষ্টির পরিমাণ কম থাকে। তাই নদীতে জলের জোগানও কম হয়।
ভূগঠন
নদীখাত কঠিন শিলা দ্বারা গঠিত হওয়ায় এবং ভূমির ঢাল বেশি হওয়ায় নদীর নাব্যতা বজায় থাকে।
বাঁধ নির্মাণ
খরস্রোতা নদীগুলিতে অসংখ্য বাঁধ ও জলাধার নির্মিত হয়েছে, যেখানে বর্ষার অতিরিক্ত জল সঞ্চয় করে বন্যা নিয়ন্ত্রণ করা হয়।