দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে–কথাটি কোন্ প্রসঙ্গে বলা হয়েছে? কথাটি ব্যাখ্যা করো
দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে–কথাটি কোন্ প্রসঙ্গে বলা হয়েছে? কথাটি ব্যাখ্যা করো। |
প্রসঙ্গ
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পে মৃত্যুঞ্জয় একদিন অফিস যাওয়ার সময় ফুটপাথে এক বুভুক্ষু ব্যক্তির মৃত্যু দ্যাখে। নিরন্ন মানুষটির মৃত্যুর অভিঘাতে মৃত্যুঞ্জয় মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সে তার উদাসীনতাকে দায়ী করে। মৃত্যুঞ্জয়ের এই বিপর্যস্ত অবস্থা নিখিলের মনেও দাগ কেটে যায়। বন্ধুর সংকটে সমব্যথী নিখিলের মানসিক পরিস্থিতি বোঝাতে উদ্ধৃতাংশটি ব্যবহৃত হয়েছে।
ব্যাখ্যা
মানিক বন্দ্যোপাধ্যায় মানবমনের জটিল রসায়নকে উদ্ধৃতাংশে ব্যক্ত করেছেন। দুঃখ মানুষের মনকে সবচেয়ে বেশি স্পর্শ করে। তাই অন্যের দুঃখে সমব্যথী মানুষ সবচেয়ে বেশি দেখা যায়। সেকারণেই অনাহারে মানুষের মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের আকস্মিক পরিবর্তন নিখিলকে ভাবিত করে। অনুশোচনাগ্রস্ত মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করে উঠলে তার পাশে নিখিল নিজেকে সামলাতে পারে না। বাস্তববাদী নিখিল মানবতার আবেশে মৃত্যুঞ্জয়কে দেখে দুর্বল হয়ে যায়।
আরও পড়ুন – শৈশবের স্মৃতি রচনা