দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি কেন

দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি কেন
দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি কেন

সাধারণত যে-সমস্ত নদী থেকে সারা বছর জল পাওয়া যায়, সেই সমস্ত নদী থেকে যে খাল কাটা হয় তাকে বলা হয় নিত্যবহ খাল। আর যে-সমস্ত নদী থেকে সারাবছর জল পাওয়া যায় না শুধুমাত্র বর্ষাকালে পাওয়া যায়, সেই সমস্ত নদী থেকে যে খাল কাটা হয়, তাকে বলা হয় প্লাবন খাল। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে এই নিত্যবহ খালের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। কারণ-

নিত্যবহ নদী

উত্তর ভারতের নদীগুলি বৃষ্টির জল ও বরফগলা জলে পুষ্ট বলে নদীগুলিতে সারাবছর জল থাকে অর্থাৎ নদীগুলি নিত্যবহ। ফলে এই নদীগুলি থেকে কর্তিত খালগুলিখালগুলিও নিত্যবহ প্রকৃতির হয়।

নরম শিলা গঠিত ভূমিভাগ

উত্তর ভারতের ভূমিভাগ নরম শিলা দ্বারা গঠিত হওয়ায় নিত্যবহ নদীগুলি থেকে সহজেই খাল কেটে কৃষিজমিতে সারাবছর সেচের জল সরবরাহ করা যায়।

বহুমুখী নদী পরিকল্পনা

উত্তর ভারতের বহু নদীতে বহুমুখী নদী পরিকল্পনা গৃহীত হয়েছে। এই পরিকল্পনার অধীনে নিত্যবহ নদীগুলি থেকে জলসেচের জন্য বহু খাল খনন করা হয়েছে।

অপর দিকে দক্ষিণ ভারতে নদীগুলি অধিকাংশ বর্ষার জলে পুষ্ট অর্থাৎ এই সমস্ত নদীগুলি কেবলমাত্র বর্ষাকালে জলে পরিপূর্ণ থাকে আর গ্রীষ্মকালে প্রায় শুকিয়ে যায় ফলে এখানে নিত্যবহ খালের সংখ্যা অত্যন্ত কম।

Leave a Comment