দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদন বেশি হয় কেন

দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদন বেশি হয় কেন
দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদন বেশি হয় কেন
দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী। কারণ-

খরস্রোতা নদী

দাক্ষিণাত্যের নদীগুলি বন্ধুর তথা তরঙ্গায়িত ও খাড়া ঢালযুক্ত মালভূমির ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এরা জলবিদ্যুৎ উৎপাদনে সক্ষম। 

অপ্রবেশ্য শিলা

দাক্ষিণাত্য মালভূমির অধিকাংশ অঞ্চল অপ্রবেশ্য ও কঠিন শিলাস্তর দ্বারা গঠিত হওয়ায় নদী উপত্যকার পাশে জলাশয় নির্মাণ করতে কোনো অসুবিধা হয় না। 

প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ কম

দাক্ষিণাত্য মালভূমির উচ্চতা খুব বেশি না হওয়ায় এখানে তুষারপাত ও ধস জাতীয় দুর্যোগ হয় না। তাই খুব সহজেই জলবিদ্যুৎ কেন্দ্রগুলি গড়ে তোলা যায়। যেমন- তামিলনাড়ুর মেতুর (কাবেরী নদী), কর্ণাটকের শিবসমুদ্রম (কাবেরী নদী) প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্র।

Leave a Comment