দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী হলেও নর্মদা ও তাপ্তী নদী পশ্চিমবাহিনী হয়েছে কেন

দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী হলেও নর্মদা ও তাপ্তী নদী পশ্চিমবাহিনী হয়েছে কেন
দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী হলেও নর্মদা ও তাপ্তী নদী পশ্চিমবাহিনী হয়েছে কেন?
টার্সিয়ারি যুগে হিমালয়ের উত্থানকালে সমগ্র উপদ্বীপীয় মালভূমি পূর্বদিকে হেলে অবস্থান করে। মালভূমির ঢাল পশ্চিম থেকে পূর্বে হওয়ায় নদীগুলি সেই ঢাল অনুসরণ করে পূর্ববাহিনী হয়েছে এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। পশ্চিম দিক থেকে আগত আরব সাগরীয় পাতের চাপ প্রতিরোধ করতে গিয়ে এরূপ ভূমিঢালের সৃষ্টি হয়েছে। যেমন- গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নদী।

অপরপক্ষে, এইসময়ই ভারতের মাঝবরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত দুটি চ্যুতিরেখা সৃষ্টি হয়ে গ্রস্ত উপত্যকা গড়ে উঠেছে। এগুলি পশ্চিমে ঢালু। নর্মদা নদী পূর্ব ও পশ্চিমে বিস্তৃত বিন্ধ্য ও সাতপুরা পর্বত এবং তাপ্তী নদী সাতপুরা ও অজন্তা পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে দাক্ষিণাত্য মালভূমির স্বাভাবিক ঢালের বিপরীত দিকে অর্থাৎ পশ্চিমে প্রবাহিত হয়ে আরবসাগরে গিয়ে পড়েছে। তাই এই নদী দুটি পশ্চিমবাহিনী হয়েছে।

Leave a Comment