তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন -আইজেনস্টাইন সাহেব কে? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন? সেই অভিনয় দেখে তিনি কী লিখেছিলেন?

তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন -আইজেনস্টাইন সাহেব কে? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন? সেই অভিনয় দেখে তিনি কী লিখেছিলেন?

"তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন।"-আইজেনস্টাইন সাহেব কে? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন? সেই অভিনয় দেখে তিনি কী লিখেছিলেন
“তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন।”-আইজেনস্টাইন সাহেব কে? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন? সেই অভিনয় দেখে তিনি কী লিখেছিলেন?

আইজেনস্টাইন

শম্ভু মিত্র রচিত ‘বিভাব’ নাটকে উল্লিখিত আইজেনস্টাইন হলেন রুশদেশীয় বিখ্যাত চিত্রপরিচালক ও তাত্ত্বিক।

যাদের অভিনয়

রাশিয়ার রাজধানী মস্কোতে ‘কাবুকি’ থিয়েটার নামে অঙ্গভঙ্গিবহুল জাপানি থিয়েটারের অভিনয় দেখে আইজেনস্টাইন উচ্ছ্বসিত হয়েছিলেন।

যা লিখেছিলেন

কাবুকি থিয়েটারের অভিনেতাদের অভিনয় দেখে আইজেনস্টাইন লিখেছিলেন, তাদের নাটকে ভঙ্গির বহুল ব্যবহার আছে। কোনো ‘নাইট’ রেগে দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন-এমন দৃশ্যে মঞ্চে যারা দুর্গদ্বার ধরে দাঁড়িয়ে আছে, তারা আসলে শিফটার। নাইট একটু এগোলে শিফটাররা বড়ো দরজা রেখে ছোটো দরজা ধরে দাঁড়াল। এইভাবে নাইট ফুটলাইটের কাছে এসে দাঁড়ালে শিফটাররা আরও ছোটো দরজা ধরে দাঁড়াল। এভাবে বড়ো থেকে ক্রমশ ছোটো উপকরণ ব্যবহার করে ‘Perspective’ বা উপযুক্ত দৃশ্যপট তৈরি করা হল। যুদ্ধের দৃশ্যে কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তরবারি বের করে তুমুল যুদ্ধের ভঙ্গি করা এবং উপকরণের সাহায্য ছাড়াই অসাধারণ বাস্তবসম্মত মৃত্যুদৃশ্য রচনা করা ‘কাবুকি’ থিয়েটার দেখিয়েছে। কেবল ভঙ্গিসর্বস্ব অভিনয়ের মাধ্যমে নাটকের দৃশ্য কীভাবে বাস্তবসম্মত, বিশ্বাসযোগ্য এবং শিল্পসম্মত করে তোলা সম্ভব, আইজেনস্টাইন সাহেব সে-কথা লিখেছিলেন। আর এই লেখা পড়ে নাট্যকার শম্ভু মিত্র অভিনয়ে নতুন নাট্যরীতি প্রয়োগ করার ভরসা পেয়েছিলেন।

Leave a Comment