টীকা লেখো ভিয়েনা সম্মেলন (Congress of Vienna, ১৮১৫ খ্রি.)

টীকা লেখো ভিয়েনা সম্মেলন

টীকা লেখো ভিয়েনা সম্মেলন
টীকা লেখো ভিয়েনা সম্মেলন

নেপোলিয়নের পতনের পর ১৮১৫ খ্রিস্টাব্দে বিক্ষিপ্ত ইউরোপের পুনর্গঠনের জন্য ইউরোপের রাষ্ট্রনেতাগণ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে সমবেত হয়েছিলেন। এটি ইতিহাসে ভিয়েনা সম্মেলন (১৮১৫ খ্রি.) নামে খ্যাত।

সম্মেলনের প্রধান নেতৃবৃন্দ

ভিয়েনা সম্মেলনে ইউরোপের সমস্ত রাষ্ট্রের প্রতিনিধি (পোপ ও তুরস্কের সুলতান ছাড়া) অংশগ্রহণ করলেও অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া ও ইংল্যান্ড- এই চারটি রাষ্ট্র প্রধান ভূমিকা পালন করেছিল। চার প্রধান (Big Four) নামে পরিচিত এই চারটি দেশের নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, প্রাশিয়ার সম্রাট ফ্রেডরিক উইলিয়ম, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসালরি।

উদ্দেশ্য

ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল-

  • রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব স্থাপন করা।
  • ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।
  • তবে এই আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য ছিল ফ্রান্সের শক্তি নিয়ন্ত্রণ করা ও ইউরোপে ফরাসি বিপ্লবের আগের অবস্থা ফিরিয়ে আনা।

সম্মেলনে গৃহীত নীতি

দীর্ঘ আলাপ-আলোচনার পর এই সম্মেলনে তিনটি নীতি গৃহীত হয়েছিল- ① ন্যায্য অধিকার নীতি, ② ক্ষতিপূরণ নীতি ও ③ শক্তিসাম্য নীতি।

পরবর্তী প্রায় ৪০ বছর ইউরোপের শান্তি বজায় রাখতে ভিয়েনা সম্মেলন সক্ষম হলেও শেষ পর্যন্ত এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল। এই সম্মেলনে ইউরোপের রাষ্ট্রগুলি নেপোলিয়নকে পরাজিত করার পর ইউরোপের বিভিন্ন অঞ্চলে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল- যা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে।

আরও পড়ুন – সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর

Leave a Comment