টীকা লেখো কোড নেপোলিয়ান/ নেপোলিয়নের আইন সংহিতা

টীকা লেখো কোড নেপোলিয়ান/ নেপোলিয়নের আইন সংহিতা
টীকা লেখো কোড নেপোলিয়ান/ নেপোলিয়নের আইন সংহিতা
নেপোলিয়নের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কৃতিত্ব হল ফরাসি বিপ্লবের প্রেক্ষিতে ‘কোড নেপোলিয়ন’ বা ‘নেপোলিয়ন সংহিতা প্রণয়ন’। বৈপ্লবিক চিন্তাধারা ও রোমান আইনের সমন্বয়ে তিনি এই আইন সংহিতা প্রণয়ন করেন।

কোড নেপোলিয়ন

ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত (রাজকীয়, যাজকীয় ও সামন্ত) আইনগুলির সমন্বয় সাধনের জন্য নেপোলিয়ন আইনবিদদের নিয়ে একটি পরিষদ গঠন করেন। নেপোলিয়নের নেতৃত্বে আইনবিদদের ৪ বছরের (১৮০০-০৪ খ্রি.) অক্লান্ত প্রচেষ্টায় যে আইনবিধি রচিত হয়েছিল, তাকে কোড নেপোলিয়ন বলা হয়।

শ্রেণি বিভাগ

এই আইন সংহিতায় ২২৮৭টি (মতান্তরে ২২৮১টি) ধারা আছে এবং তিনটি অংশে বিভক্ত। যথা-দেওয়ানি কোড, ফৌজদারি কোড এবং বাণিজ্যিক কোড।

আইন সংহিতার বৈশিষ্ট্য

আইন সংহিতার বৈশিষ্ট্যগুলি হল-আইনের চোখে সকলের সমতা, ধর্মীয় সহিষ্ণুতা যোগ্যতার নিরিখে সরকারি চাকুরিতে নিয়োগ (Caseeropen) {to talents), পৈত্রিক সম্পত্তিতে সকল সন্তানের সমান অধিকার, বিপ্লবী ভূমি ব্যবস্থার স্বীকৃতি, সামন্ত্রতান্ত্রিক বৈষম্যের অবলুপ্তি, ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি, বিবাহ বিচ্ছেদের স্বীকৃতি, সম্পত্তি অধিকারের স্বীকৃতি প্রভৃতি।

আইন সংহিতার ত্রুটি

কোড নেপোলিয়ন কোনোভাবেই ত্রুটিমুক্ত ছিল না। কারণ এই আইন সংহিতায় নারী সমাজের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়নি, নারীদের পুরুষের অধীনে রাখার কথা হয়, পারিবারিক সম্পত্তির ওপর থেকে নারীদের অধিকারের অবসান ঘটানো হয় শ্রমিক অধিকারের কথা বলা হয়নি।

নানা ত্রুটি সত্ত্বেও কোড নেপোলিয়নের গুরুত্ব অস্বীকার করা যায় না। কোড নেপোলিয়নের মাধ্যমে আইনের সাম্য ও সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। কোড নেপোলিয়ন ফ্রান্সের সীমা ছাড়িয়ে ইউরোপে স্বীকৃতি পায়। বেলজিয়াম ও লুক্সেমবার্গে এই আইন এখনও প্রচলিত আছে। ঐতিহাসিক লেফেভর এই আইন সংহিতার প্রশংসা করে বলেছেন ‘The Civil Code became the Bible of the Society’ (আইন সংহিতা সমাজের বাইবেলে পরিণত হয়)।

Leave a Comment