টীকা লেখো কনকর্ডাট বা ধর্মীয় মীমাংসা চুক্তি |
ধর্মীয় মীমাংসা চুক্তি ছিল নেপোলিয়নের ধর্মীয় উদারতা ও বাস্তব প্রাণের পরিচায়ক।
মীমাংসা চুক্তি
ফরাসি বিপ্লবের প্রারম্ভে ফরাসি সংবিধান সভা বিভিন্ন কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি (Civil Constitution of the Clergy) আইন দ্বারা চার্চকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে স্থাপন করার ফলে পোপের সঙ্গে ফরাসি সরকারের বিরোধ শুরু হয়। নেপোলিয়ন পোপের (সপ্তম পায়াস) সঙ্গে ঐক্য চুক্তির মাধ্যমে এই বিরোধের অবসান ঘটান। এই চুক্তি ১৮০১ এর কনকরডাট বা ধর্ম মীমাংসা চুক্তি নামে পরিচিত। যদিও নেপোলিয়ন ধর্মীয় উদ্দেশ্যে নয় রাজনৈতিক কারণেই ফ্রান্সের চার্চের উপর রাষ্ট্রের কর্তৃত্ব স্থাপন করেন।
চুক্তির শর্তাবলি
পোপ সপ্তম পায়াসের সঙ্গে নেপোলিয়নের এই মীমাংসা চুক্তিতে লেখা হয়-(১) চার্চের উর্দ্ধতন যাজকরা সরকার দ্বারা নিযুক্তি হয়ে সরকারের কাছ থেকে বেতন পাবেন। পোপ তা অনুমোদন করবেন মাত্র। (২) বিপ্লবের সময় চার্চের সম্পত্তি জাতীয়করণের যে নীতি নেওয়া হয়েছিল তা পোপ মেনে নিলেন। (৩) ফ্রান্সে রাষ্ট্রের নিয়ন্ত্রণে ক্যাথলিক ধর্ম বজায় থাকবে। (৪) ক্যাথলিকরা স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার পাবে, (৫) পোপের নির্দেশে রবিবারকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়।
চুক্তির গুরুত্ব
নেপোলিয়নের ধর্ম মীমাংসার ফলে-(১) ফ্রান্সের ধর্ম জীবনে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠিত হয়। (২) ফ্রান্সে ধর্মীয় গৃহ বিবাদের অবসান ঘটে। (৩) রাষ্ট্রের সঙ্গে পোপের বিরোধের অবসান ঘটে। ঐতিহাসিক কোরান যথার্থই বলেছেন, ‘ধর্ম মীমাংসা চুক্তি ছিল নেপোলিয়নের মহান জয়’ (“The concept was a great victory for Bonaparte and a master-stroke of Policy)|