জুলাই অর্ডিন্যান্স বলতে কি বোঝো
|
জুলাই অর্ডিন্যান্স (July Ordinance)
ফ্রান্সে ১৮৩০ খ্রিস্টাব্দের নির্বাচনে উদারপন্থীরা জয়লাভ করে মন্ত্রী পলিগন্যাকের পদত্যাগের দাবি জানায়। এইরূপ পরিস্থিতিতে রাজা দশম চার্লস ১৮৩০ খ্রিস্টাব্দের ২৫ জুলাই সংবিধানের ১৪নং ধারা অনুযায়ী যে চারটি দমনমূলক আইন জারি করেন, তা ‘অর্ডিন্যান্স অফ সেন্ট ক্লড’ (Ordinance of St. Claud) বা ‘জুলাই অর্ডিন্যান্স’ নামে পরিচিত।
দমনমূলক আইনবিধি
এই অর্ডিন্যান্স অনুসারে-
- নবগঠিত আইনসভা ভেঙে দেওয়া হয়।
- সংবাদপত্রের স্বাধীনতা বিলোপ করা হয়।
- বুর্জোয়া শ্রেণিকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে কেবলমাত্র বিত্তবান অভিজাতদের ভোটাধিকার প্রদান করা হয়।
- ১৮১৪ খ্রিস্টাব্দে অষ্টাদশ লুই কর্তৃক গৃহীত সনদকে বাতিল করা হয়।
প্রতিক্রিয়া
জুলাই অর্ডিন্যান্স জারি করার সঙ্গে সঙ্গে ফ্রান্সের সর্বত্র প্রতিবাদ শুরু হয়ে যায়। অ্যাডলফ থিয়ার্স-এর নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন ক্রমশ সর্বস্তরের মানুষের যোগদানের ফলে এক বিপ্লবের চেহারা নেয়।