জাপান উপকূল সারাবছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন

জাপান উপকূল সারাবছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন
জাপান উপকূল সারাবছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন?
যে অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয়, সেখানে উষ্ণ স্রোতের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণ আর্দ্র বায়ুতে যে জলীয় বাষ্প থাকে তা শীতল স্রোতের ওপর দিয়ে প্রবাহিত শীতল বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে কুয়াশায় পরিণত হয়।

জাপানের পূর্ব উপকূল বরাবর নিরক্ষীয় অঞ্চল থেকে আসা উষ্ণ কুরোশিয়ো বা জাপান স্রোত এবং মেরু অঞ্চল থেকে আসা শীতল কিউরাইল স্রোত মিলিত হয়। এর ফলেই জাপান উপকূল সারাবছর কুয়াশাচ্ছন্ন থাকে।

Leave a Comment