জানিলাম এ জগৎ স্বপ্ন নয় -কবির অনুসরণে এই উপলব্ধির তাৎপর্য লেখো – আজকের পর্বে জানিলাম এ জগৎ স্বপ্ন নয় -কবির অনুসরণে এই উপলব্ধির তাৎপর্য আলোচনা করা হল।
জানিলাম এ জগৎ স্বপ্ন নয় -কবির অনুসরণে এই উপলব্ধির তাৎপর্য লেখো
জানিলাম এ জগৎ স্বপ্ন নয় –কবির অনুসরণে এই উপলব্ধির তাৎপর্য লেখো। |
কবির চেতনার জাগরণ
রবীন্দ্রনাথ ঠাকুর জীবন এবং মৃত্যুর রহস্যকে স্বপ্ন মনে করেছেন। কল্পনার মোহময় জগৎ সত্য নয়, তা মায়া মাত্র। কঠোর তপস্যার মাধ্যমে কবি জীবন ও মৃত্যুর স্বরূপকে খুঁজে পেয়েছেন।
বিষাদগ্রস্ত কবি
জীবনের মর্ম উপলব্ধি করতে চেয়ে কবি বারবার দিশা হারিয়েছেন। প্রকৃতির মোহময় সৌন্দর্যে যেমন কবি মুগ্ধ হয়েছেন তেমনই রূঢ় জীবনের বাস্তবতায় আহত হয়েছেন বারবার। সেই বেদনায়, বিচ্ছেদে জীবনমৃত্যুর স্বরূপ তাই কবির কাছে অজানা ছিল বলে তিনি বিষাদগ্রস্ত।
জীবনসত্যকে উপলব্ধি
জীবনের কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে কবি জীবনের চিরসত্যকে উপলব্ধি করেন। কারণ সত্য অনিবার্য, কঠিন হলেও তা কখনও বঞ্চনা করে না। সেই সত্য চিরকালীন। কবির চেতনায় এভাবেই জীবনসত্য ধরা দিয়েছে।