জলবিদ্যুৎকে ‘সাদা কয়লা’ বলার কারণ লেখো। |
বিদ্যুৎশক্তি উৎপাদনের প্রধানতম উপাদান কয়লা। কিন্তু কয়লা একটি গচ্ছিত সম্পদ এবং পরিবেশদূষণ ঘটায়। তাই বর্তমানে প্রবহমান জলধারা থেকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এটি প্রবহমান সম্পদ হওয়ায় ভবিষ্যতে ফুরিয়ে যাবার সম্ভাবনা কম। তা ছাড়া অপেক্ষাকৃত কম পরিবেশদূষণ ঘটায় বলে জলবিদ্যুতের ব্যাবহারিক গুরুত্ব বাড়ছে। সেকারণে জলবিদ্যুতের ব্যাবহারিক গুরুত্ব উপলব্ধি করে, একে কয়লার সাথে তুলনা করে ‘সাদা কয়লা’ বলা হয়।