চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে’-কার প্রতি, কার এই উক্তি? তার অপমানিত ইতিহাসে কারা চিরচিহ্ন দিয়ে গেল? উদ্দিষ্টজনের ইতিহাসের অপমানিত অধ্যায়ের পরিচয় দাও।

চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে'-কার প্রতি, কার এই উক্তি? তার অপমানিত ইতিহাসে কারা চিরচিহ্ন দিয়ে গেল? উদ্দিষ্টজনের ইতিহাসের অপমানিত অধ্যায়ের পরিচয় দাও
চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে’-কার প্রতি, কার এই উক্তি? তার অপমানিত ইতিহাসে কারা চিরচিহ্ন দিয়ে গেল? উদ্দিষ্টজনের ইতিহাসের অপমানিত অধ্যায়ের পরিচয় দাও।

মানববাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘আফ্রিকা’ কবিতায় আফ্রিকা মহাদেশের প্রতি এই উক্তি করেছেন।

আফ্রিকার অপমানিত ইতিহাসে সভ্যসমাজের তথাকথিত সভ্য দাসব্যবসায়ীরা দাসত্বের চিরচিহ্ন দিয়ে গিয়েছিল। যেমন করে ক্রীতদাসদের কপালে দেগে দেওয়া হত দাসচিহ্ন, এও যেন অনেকটা সেরকম।

সৃষ্টির প্রথমপর্বে আফ্রিকা মহাদেশটি যুক্ত ছিল প্রাচী বা পূর্ব পৃথিবীর সঙ্গে। রুদ্র সমুদ্রের বাহু সেই প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বেঁধে দেয় দূরে বড়ো বড়ো গাছপালাযুক্ত প্রায় অন্ধকার অরণ্যের সঙ্গে। সেখানে নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল দুর্গমের রহস্য। চিনছিল জলস্থল-আকাশের দুর্বোধ্য সংকেতকে। কেননা তখন ‘প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জোগাচ্ছিল’ আফ্রিকার চৈতনাতীত মনকে। তাই যেন সে বিরূপের ছদ্মবেশে বিদ্রূপ করতে পারছিল ভীষণকে। আসলে সে অরণ্য-প্রকৃতির ভীষণতা এবং দুর্গমতাকে জয় করে ভয়কেও চাইছিল হার মানাতে-

‘আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনিনাদে।।’

আফ্রিকার সেই ভয়কে জয় করার দিনে সভ্য মানুষের কাছে অপরিচিত ছিল তার মানবরূপ। সেকারণে সভ্যসমাজের তথাকথিত সভ্য মানুষজন তাকে উপেক্ষার দৃষ্টিতে দেখতে শুরু করে এবং দাসব্যবসায়ীরা আফ্রিকাবাসীদের ধরে নিয়ে গিয়ে ক্রীতদাস বানাবার জন্যে হানা দেয় আফ্রিকায়। তারা ছিল হিংস্র, অত্যাচারী, নির্লজ্জ। তাই যেন তখন সেই-


‘সভ্যের বর্বর লোভ
নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা।’


তাদের অত্যাচারে অশ্রু ঝরল আফ্রিকাবাসীদের। সেখানকার অরণ্যপথের ধূলো অশ্রুজল আর রক্তে যেন কাদা হয়ে গেল।

দাসব্যবসায়ীদের সেই অত্যাচার, সেই অপমান আফ্রিকার পক্ষে ভোলা সম্ভব নয়। কেননা দাস ব্যবসায়ীরা চিরকালের দাসত্বচিহ্ন খোদাই করে দিয়ে গিয়েছিল আফ্রিকার অপমানিত ইতিহাসে। এভাবেই সভ্যসমাজ দ্বারা অপমানিত হয়েছিল আফ্রিকা মহাদেশটির ইতিহাস।

Leave a Comment