ঘুমহীন তাদের চোখে হানা দেয়/কীসের ক্লান্ত দুঃস্বপ্ন -কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন |
“ঘুমহীন তাদের চোখে হানা দেয়/কীসের ক্লান্ত দুঃস্বপ্ন।”” -কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? |
উদ্দিষ্ট
সমর সেন রচিত ‘মহুয়ার দেশ’ কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশে মহুয়ার দেশের শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে।
দুঃস্বপ্নের কারণ
নগরসভ্যতার যান্ত্রিকতা কবিকে ক্লান্ত করে, নষ্ট করে প্রকৃতির শান্ত-স্নিগ্ধ রূপ। নাগরিক জীবনের অসহ্য ক্লান্তি থেকে মুক্তি পেতে কবি মহুয়ার দেশে আশ্রয় নিতে চান। কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ হয় না। কারণ নগরসভ্যতার থাবা প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করে। তাই কয়লাখনির শব্দ মহুয়ার দেশের রাত্রির নির্জনতাকে ভেঙে দেয়। যান্ত্রিকতার হাতে ধ্বংস হয় মহুয়ার দেশের প্রাকৃতিক সৌন্দর্য। সেখানকার মানুষ প্রকৃতির সান্নিধ্য ত্যাগ করে কয়লাখনির শ্রমিকে পরিণত হয়। কয়লাখনির কঠোর শ্রম তাদের অবসাদগ্রস্ত করে। পুঁজিবাদের আগ্রাসনে মানবিকতার অবক্ষয়েই তার ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়।
আরও পড়ুন – সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা রচনা