গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের জন্য অনুকূল কেন

গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের জন্য অনুকূল কেন

গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের জন্য অনুকূল কেন । অথবা, নিউফাউন্ডল্যান্ড মৎস্য চাষের জন্য অনুকূল কেন
গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের জন্য অনুকূল কেন । অথবা, নিউফাউন্ডল্যান্ড মৎস্য চাষের জন্য অনুকূল কেন

কানাডার পূর্ব উপকূলের অদূরে নিউফাউন্ডল্যান্ড অবস্থিত। এই দ্বীপটির পাশ দিয়ে দুটি বিপরীতধর্মী স্রোত যেমন- শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত প্রবাহিত হয়। এই দুটি স্রোতের মিলনের ফলে নিউফাউন্ডল্যান্ডের কাছে আটলান্টিকের অগভীর অংশে হিমশৈল গলনের ফলে সৃষ্টি হয়েছে গ্র্যান্ড ব্যাংক নামক বিশাল মগ্নচড়া। এই মগ্নচড়া মৎস্য আহরণে বিখ্যাত হওয়ার কারণগুলি হল –

মগ্নচড়ার সৃষ্টি

নিউফাউন্ডল্যান্ডের উপকূলে উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে শীতল ল্যাব্রাডর স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল গলে গেলে নুড়ি, বালি, কাঁকর প্রভৃতি অগভীর মহীসোপানে সঞ্চিত হয়ে গ্র্যান্ড ব্যাংক, জর্জেস ব্যাংক প্রভৃতি মগ্নচড়ার সৃষ্টি হয়েছে। পৃথিবীর বৃহত্তম এই মগ্নচড়ার (96000 বর্গকিমি) জলের গভীরতা 90 মিটারের কম যা মৎস্যক্ষেত্র গড়ে উঠতে সাহায্যে করেছে।

প্ল্যাংকটনের প্রাচুর্য

উষ্ণ ও শীতল স্রোতের মিলনের ফলে এখানে মাছের খাদ্য প্ল্যাংকটন প্রচুর জন্মায়।

শীতল নাতিশীতোয় জলবায়ু

এখানকার জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির হওয়ায় মৎস্য শিকার ও সংরক্ষণের বিশেষ সুবিধা হয়।

ভগ্ন উপকূল

নিউফাউন্ডল্যান্ডের ভগ্ন উপকূল মৎস্য বন্দর গড়ে উঠতে সাহায্য করেছে।

সামুদ্রিক মাছের সমাবেশ

প্ল্যাংকটনের প্রাচুর্যের কারণে নিউফাউন্ডল্যান্ড উপকূলে প্রচুর সামুদ্রিক মাছ যেমন- কড, হাঙর, হেরিং, ম্যাকারেল, হ্যালিবাট প্রভৃতির সমাবেশ ঘটে যার ফলে এই উপকূলে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে উঠেছে।

অন্যান্য জীবিকার অভাব

নিউফাউন্ডল্যান্ডের উপকূল ভাগের ভূপ্রকৃতি বন্ধুর প্রকৃতির হওয়ায় অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ তেমন গড়ে ওঠেনি। এজন্য এখানে মৎস্য শিকার জীবিকা রূপে উন্নতি লাভ করেছে।

Leave a Comment