গ্রিক পন্ডিত এরাটোসথেনিস কীভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন? GPS-এর ব্যবহার লেখো

গ্রিক পন্ডিত এরাটোসথেনিস কীভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন? GPS-এর ব্যবহার লেখো
গ্রিক পন্ডিত এরাটোসথেনিস কীভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন? GPS-এর ব্যবহার লেখো।

এরাটোসথেনিস-এর পৃথিবী পরিধি নির্ণয়ের পদ্ধতি

খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে গ্রিক পন্ডিত এরাটোসথেনিস মিশরের সিয়েন ও আলেকজান্দ্রিয়া শহরের ওপর মধ্যাহ্ন সূর্যরশ্মির পতনকোণের তারতম্যের ভিত্তিতে বিচার করে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। শহর দুটি একই দ্রাঘিমারেখায় অবস্থিত হলেও অক্ষাংশ ছিল পৃথক-সিয়েন- 23°30′ উ: এবং আলেকজান্দ্রিয়া-30°12′ উ:। কর্কটসং ক্রান্তির দিন (21 জুন) তিনি লক্ষ করেন, মধ্যাহ্নে (বেলা 12 টায়) সূর্যরশ্মি সিয়েন শহরের ওপর লম্বভাবে পড়ছে কিন্তু আলেকজান্দ্রিয়া শহরে সূর্যরশ্মির পতনকোপের পার্থক্য 7°12′।

আমরা জানি, পৃথিবীর মোট কৌশিক মান 360°।

7°12′ কৌণিক দূরত্ব গোলাকার পৃথিবীর মোট কৌণিক দূরত্বের (360° +7°12′ = 50 প্রায়) 1/50 ভাগ। সিয়েন ও আলেকজান্দ্রিয়া শহর 50 দুটির দূরত্ব 5000 স্টেডিয়া (1) স্টেডিয়া= 185 মি)। সুতরাং পৃথিবীর পরিধি 5000 স্টেডিয়া × 50 = 250000 স্টেডিয়া বা 46250 কিমি। (তবে বর্তমানে প্রমাণিত হয়েছে পৃথিবীর প্রকৃত পরিধি প্রায় 40075 কিমি)।

মহাকাশে প্রেরিত একাধিক কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান, সময়, উচ্চতা-সংক্রান্ত তথ্যসংগ্রহের ব্যবস্থাকে Global Positioning System বা সংক্ষেপে GPS বলে।

GPS-এর ব্যবহার

GPS-এর ব্যবহারগুলি হল-

শহর পরিকল্পনা

শহরাঞ্চলের বিভিন্ন পরিকল্পনার কাজে (town planning) ব্যবহৃত হয়।

ভূপৃষ্ঠের আকৃতি

ভূপৃষ্ঠের প্রকৃত আকৃতি নির্ণয়ে ব্যবহৃত হয়।

দূরত্ব নির্ণয়

ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের মধ্যে দূরত্ব ও বন্ধুরতা নির্ণয়ে ব্যবহার করা হয়ে থাকে।

প্রতিরক্ষা

আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় বিশেষত যুদ্ধকালীন ও বিপন্ন পরিস্থিতিতে ব্যবহৃত হয়।

অবস্থান নির্ণয়

অক্ষাংশ ও দ্রাঘিমার সাহায্যে যে-কোনো বস্তুর অবস্থান নির্ণয়ে ব্যবহার করা যায়।

আবহাওয়া ও মানচিত্র

আবহাওয়া-সংক্রান্ত তথ্যসংগ্রহ করে কম্পিউটারের সাহায্যে আবহাওয়া মানচিত্র প্রস্তুতিতে উল্লেখযোগ্য
ব্যবহার আছে।

উদ্ধারকার্য

জাহাজ ও বিমান কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে তার সন্ধান ও উদ্ধারকার্যে ব্যবহার করা হয়।

পরিবহণ ব্যবস্থা

পরিবহণ ব্যবস্থায় বিশেষত পথনির্দেশ, যানবাহন চলাচল ইত্যাদি ক্ষেত্রে GPS খুবই সহায়ক ভূমিকা পালন করে।

মানচিত্র

GPS ব্যবস্থার সাহায্যে সঠিক অবস্থান নির্ণয়ের মাধ্যমে নির্ভুল জরিপকার্য করা যায় ও যথাযথ মানচিত্র তৈরি করা যায়।

Leave a Comment