গ্রহ হিসেবে পৃথিবীর পরিচয় দাও। |
গ্রহ হিসেবে পৃথিবী
পৃথিবী সৌরজগতের একটি গুরুত্বপূর্ণ গ্রহ। গ্রহ হিসেবে পৃথিবীর নিজস্ব বৈশিষ্ট্যগুলি হল-
অবস্থান
সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতে পৃথিবীর অবস্থান তৃতীয় অর্থাৎ, বুধ ও শুক্র গ্রহের পরেই পৃথিবীর স্থান।
সূর্য থেকে দূরত্ব
সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14 কোটি 96 লক্ষ কিলোমিটার বা প্রায় 15 কোটি কিলোমিটার।
আকৃতি
পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো। অর্থাৎ, উত্তর ও দক্ষিণমেরু কিছুটা চাপা এবং মধ্যভাগে নিরক্ষীয় অঞ্চল স্ফীত।
ওজন ও ক্ষেত্রফল
পৃথিবীর ভর প্রায় 5.97219 × 1024 কিগ্রা এবং ক্ষেত্রফল প্রায় 51 কোটি 72 হাজার বর্গকিলোমিটার।
ব্যাস
পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12757 কিমি এবং মেরু ব্যাস 12714 কিমি (প্রায়)।
পৃথিবীর গতি
পৃথিবীর দুটি গতি আছে। যথা-নিজ অক্ষের চারদিকে আবর্তন গতি এবং সূর্যের চারপাশে পরিক্রমণ গতি। আবর্তন গতির সময়কাল 23 ঘণ্টা 56 মিনিট 4 সেকেন্ড এবং পরিক্রমণ গতির সময়কাল 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড।
কক্ষপথ
পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। এর দৈর্ঘ্য 96 কোটি কিলোমিটার (প্রায়)। কক্ষপথের একটি নাভিতে সূর্য অবস্থিত।
উপগ্রহ
পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, যা পৃথিবীর থেকে প্রায় ও লক্ষ 84 হাজার 400 কিমি দূরে অবস্থিত। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়।
পৃথিবীর গঠন
পৃথিবীর বাইরের অংশে কঠিন শিলাস্তর এবং ভেতরের অংশে উন্ন, সান্দ্র ম্যাগমার অস্তিত্ব লক্ষ করা যায়। পৃথিবীপৃষ্ঠের প্রায় 71% জলভাগ ও 29% স্থলভাগ দ্বারা আবৃত। পৃথিবী বেষ্টনকারী বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের প্রাধান্য রয়েছে।
জীবের আবাসস্থল
পৃথিবীই সৌরজগতের একমাত্র গ্রহ, যেখানে মানুষসহ অন্যান্য জীব বসবাস করে।