খনিজ তেলের ব্যবহার লেখ
|
ভারতে খনিজ তেল বহুবিধ কাজে ব্যবহার করা হয়। যেমন-
পরিবহণ শিল্পে
বাস, ট্রাক, রেলইঞ্জিন, মোটরগাড়ি, জাহাজ, এরোপ্লেন, মোটর সাইকেল প্রভৃতি চালাতে খনিজ তেলের উপজাত দ্রব্য পেট্রোল, ডিজেল ও গ্যাসোলিন ব্যবহৃত হয়।
তাপবিদ্যুৎ উৎপাদনে
ভারতে তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও খনিজ তেলের উপজাত দ্রব্য ফার্নেস অয়েল, হাই স্পিড ডিজেল অয়েল প্রভৃতি ব্যবহার করা হয়।
প্রতিরক্ষা ব্যবস্থায়
ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রেও খনিজ তেলের অবদান অপরিসীম। সামরিক প্রয়োজনে ব্যবহৃত বিভিন্ন যানবাহন চালাতে প্রচুর পরিমাণে ডিজেল ও পেট্রোল ব্যবহার করা হয়। প্রতিরক্ষার জন্য একান্ত প্রয়োজনীয় বিস্ফোরক সামগ্রী প্রস্তুত করতেও খনিজ তেল প্রয়োজনীয়।
কৃষিক্ষেত্রে
কৃষিক্ষেত্রে জলসেচ, সার উৎপাদন, কীটনাশক ওষুধ তৈরি, ট্র্যাক্টর, হারভেস্টর ইত্যাদির ব্যবহারে খনিজ তেলের বিভিন্ন উপজাত দ্রব্য একান্ত প্রয়োজনীয়।
শিল্পের কাঁচামাল হিসেবে
খনিজ তেলের উপজাত দ্রব্যের ওপর নির্ভর করে ভারতে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠেছে। যেমন-প্লাস্টিক, ডিটারজেন্ট, রং, কৃত্রিম তন্তু, কৃত্রিম রবার, সুগন্ধি দ্রব্য, রাসায়নিক শিল্প প্রভৃতি।
অন্যান্য ব্যবহার
খনিজ তেলজাত গ্যাস রান্নার কাজে, পিচ্ছিলকারক তেল যন্ত্রপাতি মসৃণ ও সচল রাখতে, পিচ বা অ্যাসফাল্ট পাকা সড়ক নির্মাণে, কেরোসিন বাতি জ্বালানোর জন্য ইত্যাদি নানা কাজে ব্যবহার করা হয়।