কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘণ্টা হয় কেন? |
কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘণ্টা হয়। কারণ-ভূগোলকের যে-কোনো বিন্দু থেকে কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে ভূগোলকের বিপরীত দিকের যে বিন্দুতে স্পর্শ করে, সেই বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান বলে। অর্থাৎ, প্রতিপাদ স্থান বিপরীত দ্রাঘিমায় অবস্থিত হয়। কোনো স্থান এবং প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় 180°। সুতরাং, অঙ্কের মাধ্যমে প্রমাণ করা যায় যে-
1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় = 4 মিনিট
180° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় = 180 × 4 মিনিট = 720 মিনিট = 12 ঘণ্টা