কোনো স্থানের দ্রাঘিমা কীভাবে নির্ণয় করা যায়
কোনো স্থানের দ্রাঘিমা কীভাবে নির্ণয় করা যায়? |
কোনো স্থানের দ্রাঘিমা দু-রকমভাবে নির্ণয় করা যায়। যথা-
① সময়ের পার্থক্য অনুযায়ী: 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। কোনো স্থানের স্থানীয় সময়ের সঙ্গে 4 মিনিট সময় যোগ করলে, ওই স্থানের অবস্থান তার 1° পূর্বে এবং 4 মিনিট সময় বিয়োগ করলে, ওই স্থানের অবস্থান তার 1° পশ্চিমে হবে।
② গ্রিনিচের সময়ের মাধ্যমে: গ্রিনিচের দ্রাঘিমা 0°। সুতরাং, গ্রিনিচের সময় এবং অন্য কোনো জায়গার স্থানীয় সময় জানা থাকলে সময়ের পার্থক্য থেকে ওই জায়গার দ্রাঘিমা নির্ণয় করা যায়। যেমন-ভারত ও গ্রিনিচের সময়ের পার্থক্য 5 ঘণ্টা 30 মিনিট, সুতরাং দ্রাঘিমার পার্থক্য হবে 82°30′ |
আরও পড়ুন – শৈশবের স্মৃতি রচনা