কোড নেপোলিয়ন (Code Napoleon) টিকা

কোড নেপোলিয়ন (Code Napoleon) টিকা
কোড নেপোলিয়ন (Code Napoleon) টিকা

কোড নেপোলিয়ন

নেপোলিয়ন ফ্রান্সে প্রচলিত বিভিন্ন আইন বাতিল করে সমগ্র ফ্রান্সের জন্য যে আইন সংহিতা কার্যকর করেছিলেন তা কোড নেপোলিয়ন (Code Napoleon) নামে পরিচিত। নেপোলিয়নের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কীর্তি হল ফরাসি বিপ্লবের আদর্শের প্রেক্ষিতে কোড নেপোলিয়ন প্রণয়ন। তাঁর এই কৃতিত্বের জন্য তাঁকে ‘দ্বিতীয় জাস্টিনিয়ান’ বলা হয়।

প্রবর্তনের কারণ

আইন সংহিতা প্রবর্তনের আগে ফ্রান্সের বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের আইনবিধি প্রচলিত ছিল। এই আইনগুলি ছিল বৈষম্যমূলক, পরস্পরবিরোধী এবং যুগের অনুপযোগী। এই পরিস্থিতিতে নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন চালু করার জন্য কোড নেপোলিয়ন’ বা ‘আইন সংহিতা’ প্রবর্তন করেন।

আইন সংহিতা রচনা

নেপোলিয়ন আইন সংহিতা রচনা করার জন্য ফ্রান্সের চারজন বিশিষ্ট আইনজ্ঞকে নিয়ে একটি কমিশন গঠন করেন। এই আইন কমিশন চার বছরের (১৮০০-১৮০৪ খ্রি.) অক্লান্ত চেষ্টায় একটি আইনবিধি সংকলন করে।

আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য মোট ৮৪টি অধিবেশন বসে। এর মধ্যে নেপোলিয়ন ৩৬টি অধিবেশনে সভাপতিত্ব করেন। নেপোলিয়ন ১৮০৭ খ্রিস্টাব্দে এই আইন সংহিতার নামকরণ করেন কোড নেপোলিয়ন।

২২৮৭টি আইন সংবলিত এই আইন সংহিতাটি তিন ভাগে বিভক্ত ছিল- দেওয়ানি আইন, ফৌজদারি আইন ও বাণিজ্যিক আইন।

বৈশিষ্ট্য

ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শে রচিত নেপোলিয়নের আইন সংহিতার বৈশিষ্ট্যগুলি হল-

  • আইনের দৃষ্টিতে সকলেই সমান, 
  • যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ 
  • সামন্ততান্ত্রিক বৈষম্যের বিলুপ্তি, 
  • ব্যক্তিস্বাধীনতা ও সম্পত্তির অধিকারের স্বীকৃতি প্রভৃতি।

এই আইন সংহিতা হল উদারনীতিবাদ, প্রচলিত প্রথা, স্বাভাবিক ন্যায়নীতি ও রোমান আইনের সংমিশ্রণ ও সমন্বয়। ঐতিহাসিক লেফেভর এই আইনবিধিকে ফরাসি সমাজের বাইবেল-এর সঙ্গে তুলনা করেছেন।

Leave a Comment