কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতার গুরুত্ব লেখো। |
নেপোলিয়নের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হল ফ্রান্সের জন্য আইন সংহিতা সংকলন। এই সংহিতার গুরুত্ব প্রসঙ্গে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন থাকাকালীন তিনি বলেছিলেন, আমার সর্বাপেক্ষা স্থায়ী কাজ হল আইন সংহিতা।
বিপ্লবের আদর্শ রক্ষা
আইন সংহিতার মাধ্যমে নেপোলিয়ন বিপ্লবের আদর্শগুলিকে রক্ষা করেছিলেন। কোড ‘নেপোলিয়নের মাধ্যমে তিনি বিপ্লবের সুফলগুলি ফরাসিবাসীর হাতে তুলে দেন। আসলে কোড নেপোলিয়ন ছিল বিপ্লবের স্থায়ী ফল।
সাম্যের আদর্শ প্রতিষ্ঠা
এই আইন সংহিতার মাধ্যমে ফরাসি বিপ্লবের সাম্য আদর্শের প্রতিফলন ঘটেছিল। আইনের দৃষ্টিতে সমান অধিকার, সরকারি চাকুরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, উত্তরাধিকার ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত হয়।
স্বাধীনতার স্বীকৃতি
কোড নেপোলিয়নে ব্যক্তি স্বাধীনতা, বাক্ স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি ভোগের স্বাধীনতা ও জীবিকার স্বাধীনতা স্বীকৃতি পায়।
সামাজিক সাম্য
সামন্ততান্ত্রিক অধিকারের মূলে আঘাত করে ভূমিদাস প্রথা, করভি, টাইদ, ম্যানার প্রথা প্রভৃতি সকল শোষণমূলক ব্যবস্থার অবসান ঘটানো হয়। এর ফলে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়।
বহির্দেশে প্রভাব
এই আইন সংহিতার মূল নীতিগুলি ইউরোপীয় দেশগুলিতে ‘মডেল’ হিসেবে অনুসৃত হয়। ইউরোপীয় দেশগুলি আইন সংহিতা অনুসরণ করে নিজেদের আইনবিধি পরিবর্জন ও পরিবর্ধন করেছিল। বেলজিয়াম ও লুক্সেমবার্গে এই আইন এখনও প্রচলিত আছে।
পরিশেষে বলা যায় যে, এই আইন সংহিতার মাধ্যমে ফ্রান্সে প্রচলিত আইনগুলিকে সমন্বয়, ঐক্যবদ্ধ ও যুগোপযোগী করা হয়। ঐতিহাসিক ফিশার বলেন যে, ‘ফরাসি বিপ্লবের সাময়িক অনাচার ও অনুদার নীতি বর্জন করে কোড নেপোলিয়ন স্থায়ী বিজয়কে সুনিশ্চিত করে’।