‘কোড নেপোলিয়ন’ বলতে কী বোঝায়? এর গুরুত্ব কী?

'কোড নেপোলিয়ন' বলতে কী বোঝায়? এর গুরুত্ব কী
‘কোড নেপোলিয়ন’ বলতে কী বোঝায়? এর গুরুত্ব কী?

কোড নেপোলিয়ন

ফরাসি সম্রাট নেপোলিয়ন প্রবর্তিত সংস্কারগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল কোড নেপোলিয়ন। ঐতিহাসিক জর্জ লেফেভর-এর মতে, কোড নেপোলিয়ন ‘সমাজের বাইবেল’-এ পরিণত হয়েছিল। নেপোলিয়ন ১৮০০ খ্রিস্টাব্দে আইনবিধি রচনার জন্য বিশিষ্ট আইনজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করেন। ‘কাউন্সিল অফ স্টেট’-এর ৮৪টি অধিবেশনে মিলিত হয়ে নেপোলিয়ন ১৮০৪ খ্রিস্টাব্দে আইনবিধি বা সিভিল-কোড প্রবর্তন করেন। পরবর্তীকালে এটি কোড নেপোলিয়ন (১৮০৭ খ্রি.) নামে পরিচিত হয়। কোড নেপোলিয়ন ছিল দেওয়ানি, ফৌজদারি ও বাণিজ্যিক প্রভৃতি সাত ধরনের আইনের সংকলন।

কোড নেপোলিয়নে (১) ফরাসি বিপ্লবের সাম্য নীতি বা আইনের দৃষ্টিতে সবার সমানাধিকার; (২) সম্পত্তির অধিকার; (৩) বিপ্লবকালীন ভূমিব্যবস্থা স্বীকৃত হয়; (৪) সামাজিক বিবাহ, বিবাহ বিচ্ছেদ ও অবৈধ সন্তানের ক্ষেত্রে সম্পত্তির সীমিত অধিকার এবং (৫) ধর্মীয় সহিমুতা ও চাকরির ক্ষেত্রে সমানাধিকার নীতি স্বীকৃত হয়।

ভিত্তি

নেপোলিয়ন তাঁর ‘কাউন্সিল অফ স্টেট’-এর ৮৪টি অধিবেশনের ফলশ্রুতিরূপে কোড নেপোলিয়ন প্রবর্তন করেন যার বিভিন্ন দিক হল- ১ আইনের দৃষ্টিতে সকলের সমতা; ২ সম্পত্তির অধিকার ও বিপ্লবকালীন ভূমি ব্যবস্থার মাধ্যমে বিপ্লবীযুগের আদর্শ পরিস্ফুটিত হয়। পক্ষান্তরে ৩ পারিবারিক জীবনে পুরুষের প্রাধান্য স্থাপন; ৪ বিবাহ বিচ্ছেদের সংকোচন প্রভৃতির মাধ্যমে কর্তৃত্ববাদী রোমান আইনের প্রতিফলন পড়েছিল।

‘কোড নেপোলিয়ন’-এর গুরুত্ব

নেপোলিয়নের সিভিল কোড-এর মূল গুরুত্বগুলি হল-

ফ্রান্সে একই আইন

কোড নেপোলিয়ন ফ্রান্সে একই ধরনের আইন ব্যবস্থা চালু করে; ফলে ফরাসি প্রশাসন ব্যবস্থা একটি সুবিন্যস্ত আইন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত হয়।

বিপ্লবের মর্যাদাদান

কোড নেপোলিয়ন প্রবর্তন ফরাসি বিপ্লবকালে যে সমস্ত ঘোষণা ও আইনগত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল সেগুলি একটি আইনগ্রন্থে সংকলিত হয়ে বিপ্লবী আদর্শকে উজ্জীবিত ও আইনসংগত করেছিল।

সমাজের বাইবেল

কোড নেপোলিয়ন প্রবর্তন ফ্রান্সের বুর্জোয়া শ্রেণি ও কৃষকসহ অধিকাংশ মানুষকে খুশি করেছিল এবং এভাবেই তা ফরাসি সমাজের ‘বাইবেল’-এ পরিণত হয়। উপরন্তু ইউরোপের বিভিন্ন দেশে ‘কোড নেপোলিয়ন’ প্রবর্তিত ও সমাদৃত হয়েছিল।

Leave a Comment