‘কোড নেপোলিয়ন’ বলতে কী বোঝায়? এর গুরুত্ব কী? |
কোড নেপোলিয়ন
ফরাসি সম্রাট নেপোলিয়ন প্রবর্তিত সংস্কারগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল কোড নেপোলিয়ন। ঐতিহাসিক জর্জ লেফেভর-এর মতে, কোড নেপোলিয়ন ‘সমাজের বাইবেল’-এ পরিণত হয়েছিল। নেপোলিয়ন ১৮০০ খ্রিস্টাব্দে আইনবিধি রচনার জন্য বিশিষ্ট আইনজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করেন। ‘কাউন্সিল অফ স্টেট’-এর ৮৪টি অধিবেশনে মিলিত হয়ে নেপোলিয়ন ১৮০৪ খ্রিস্টাব্দে আইনবিধি বা সিভিল-কোড প্রবর্তন করেন। পরবর্তীকালে এটি কোড নেপোলিয়ন (১৮০৭ খ্রি.) নামে পরিচিত হয়। কোড নেপোলিয়ন ছিল দেওয়ানি, ফৌজদারি ও বাণিজ্যিক প্রভৃতি সাত ধরনের আইনের সংকলন।
কোড নেপোলিয়নে (১) ফরাসি বিপ্লবের সাম্য নীতি বা আইনের দৃষ্টিতে সবার সমানাধিকার; (২) সম্পত্তির অধিকার; (৩) বিপ্লবকালীন ভূমিব্যবস্থা স্বীকৃত হয়; (৪) সামাজিক বিবাহ, বিবাহ বিচ্ছেদ ও অবৈধ সন্তানের ক্ষেত্রে সম্পত্তির সীমিত অধিকার এবং (৫) ধর্মীয় সহিমুতা ও চাকরির ক্ষেত্রে সমানাধিকার নীতি স্বীকৃত হয়।
ভিত্তি
নেপোলিয়ন তাঁর ‘কাউন্সিল অফ স্টেট’-এর ৮৪টি অধিবেশনের ফলশ্রুতিরূপে কোড নেপোলিয়ন প্রবর্তন করেন যার বিভিন্ন দিক হল- ১ আইনের দৃষ্টিতে সকলের সমতা; ২ সম্পত্তির অধিকার ও বিপ্লবকালীন ভূমি ব্যবস্থার মাধ্যমে বিপ্লবীযুগের আদর্শ পরিস্ফুটিত হয়। পক্ষান্তরে ৩ পারিবারিক জীবনে পুরুষের প্রাধান্য স্থাপন; ৪ বিবাহ বিচ্ছেদের সংকোচন প্রভৃতির মাধ্যমে কর্তৃত্ববাদী রোমান আইনের প্রতিফলন পড়েছিল।
‘কোড নেপোলিয়ন’-এর গুরুত্ব
নেপোলিয়নের সিভিল কোড-এর মূল গুরুত্বগুলি হল-
ফ্রান্সে একই আইন
বিপ্লবের মর্যাদাদান
কোড নেপোলিয়ন প্রবর্তন ফরাসি বিপ্লবকালে যে সমস্ত ঘোষণা ও আইনগত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল সেগুলি একটি আইনগ্রন্থে সংকলিত হয়ে বিপ্লবী আদর্শকে উজ্জীবিত ও আইনসংগত করেছিল।
সমাজের বাইবেল
কোড নেপোলিয়ন প্রবর্তন ফ্রান্সের বুর্জোয়া শ্রেণি ও কৃষকসহ অধিকাংশ মানুষকে খুশি করেছিল এবং এভাবেই তা ফরাসি সমাজের ‘বাইবেল’-এ পরিণত হয়। উপরন্তু ইউরোপের বিভিন্ন দেশে ‘কোড নেপোলিয়ন’ প্রবর্তিত ও সমাদৃত হয়েছিল।