কী কী কারণে নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ হয়েছিল? রাশিয়া অভিযানের ব্যর্থতা নেপোলিয়নের পতনকে কতটা ত্বরান্বিত করেছিল

কী কী কারণে নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ হয়েছিল? রাশিয়া অভিযানের ব্যর্থতা নেপোলিয়নের পতনকে কতটা ত্বরান্বিত করেছিল
কী কী কারণে নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ হয়েছিল? রাশিয়া অভিযানের ব্যর্থতা নেপোলিয়নের পতনকে কতটা ত্বরান্বিত করেছিল?

নেপোলিয়ন ও তাঁর ব্যর্থ রাশিয়া অভিযান

ফরাসি সম্রাট নেপোলিয়ন ১৮১২ খ্রিস্টাব্দের জুন মাসে ৬ লক্ষাধিক সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে রাশিয়া আক্রমণ করেন। কিন্তু তাঁর এই অভিযান নানাবিধ কারণে ব্যর্থ হয়েছিল-

রাশিয়ার ‘পোড়ামাটির নীতি’

নেপোলিয়নের ফরাসিবাহিনী মস্কোর অভিমুখে রওনা দিলে রুশবাহিনী ক্রমশ পিছু হটতে থাকে এবং ‘পোড়ামাটির নীতি’ গ্রহণ করে। এই নীতি অনুসারে বুশবাহিনী পিছু হটার সময় পরিত্যক্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, শস্যের খেত, পানীয় জল এমনভাবে নষ্ট করতে থাকে যাতে শত্রুবাহিনী সেগুলি ব্যবহার করার সুযোগ না পায়। অক্টোবরের শেষের দিকে খাদ্য, বস্ত্র ইত্যাদির অভাব ফরাসি সেনাদলের মনোবল ভেঙে দেয়।

রাশিয়ার প্রাকৃতিক অবস্থা

রাশিয়ার প্রাকৃতিক অবস্থাও নেপোলিয়নের মস্কো অভিযানকে ব্যর্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। রাশিয়ায় জুলাই মাসের প্রবল বর্ষণ, আগস্টের প্রচন্ড দাবদাহ, অক্টোবরের তীব্র শীতের কামড় এবং সর্বোপরি টাইফাস নামক জ্বরের প্রকোপ নেপোলিয়নকে ফ্রান্সে ফিরে যেতে বাধ্য করে।

রুশবাহিনীর আক্রমণ

অক্টোবরের শেষের দিকে খাদ্য, বস্ত্র ইত্যাদির অভাব এবং প্রতিকূল আবহাওয়ায় ফরাসিবাহিনী প্রচণ্ড দুর্বিপাকে পড়ে। এইরকম পরিস্থিতিতে গ্র্যান্ড আর্মির অনেক সেনাই বুশ কোসাক গেরিলাদের হাতে প্রাণ হারান।

গুজবের প্রভাব

প্যারিসে ম্যাল্টে নামে এক প্রজাতন্ত্রী সেনাপতি নেপোলিয়নের মৃত্যুসংবাদ রটিয়ে সিংহাসন দখলের চেষ্টা করছে- মস্কোতে অবস্থানকালে এই সংবাদ পেয়ে নেপোলিয়ন সিংহাসন রক্ষার তাগিদে দ্রুত ফ্রান্সে ফেরার সিদ্ধান্ত নেন। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কোনো একটি বিশেষ কারণ নয়, বরং একাধিক প্রতিকূল অবস্থা নেপোলিয়নের মস্কো অভিযানকে ব্যর্থ করেছিল।

রাশিয়া অভিযানের ব্যর্থতা ও নেপোলিয়নের পতন

নেপোলিয়নের রাশিয়াঅভিযানের ব্যর্থতা সমগ্র ইউরোপে নব উন্মাদনা সৃষ্টি করে। নেপোলিয়ন যে অপরাজেয় নন তা প্রমাণিত হলে ইউরোপীয় শক্তিগুলি পুনরায় তাঁর বিরুদ্ধে জোটবদ্ধ হয়। ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া চতুর্থ শক্তিজোট গঠন করে নেপোলিয়নের পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালানোর সিদ্ধান্ত নেয়। এ ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে নেপোলিয়নের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু হলে তাঁর পতন অনিবার্য হয়ে ওঠে।

Leave a Comment