‘করি অঞ্চলে হিমবাহের মধ্যে অসংখ্য ফাটল সৃষ্টি হয়।’– কারণ ব্যাখ্যা করো

'করি অঞ্চলে হিমবাহের মধ্যে অসংখ্য ফাটল সৃষ্টি হয়।'-- কারণ ব্যাখ্যা করো
‘করি অঞ্চলে হিমবাহের মধ্যে অসংখ্য ফাটল সৃষ্টি হয়।’– কারণ ব্যাখ্যা করো।
করি অঞ্চলে সাধারণত চারপ্রকার ফাটল দেখা যায়। যথা-

বার্গসুন্ড, র‍্যান্ডক্লাফট, ক্রেভাস ও সিরাক্স। এই চারপ্রকার ফাটল চারটি কারণে সৃষ্টি হয়। যথা-

বার্গসুন্ড সৃষ্টির কারণ

করির মস্তক প্রাচীরের ঢাল খুব খাড়া হয়ে থাকে। এই খাড়া ঢাল দিয়ে হিমবাহ নামার সময় প্রবল হিমরাশির টানে পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে গভীর ও সংকীর্ণ ফাটলের সৃষ্টি হয়, একে বার্গসুন্ড বলে।

র‍্যান্ডক্লাফট সৃষ্টির কারণ

করির পিছনের দিকের মস্তকপ্রাচীর দিনের বেলা সূর্যতাপে যথেষ্ট উষ্ণ হয়ে যখন তাপ বিকিরণ করে তখন সেই বিকিরিত তাপে করির হিমবাহ গলে গিয়ে হিমবাহ ও প্রাচীরপৃষ্ঠের মধ্যে ফাঁকের সৃষ্টি হয়, একে র‍্যান্ডক্লাফট বলে।

ক্রেভাস সৃষ্টির কারণ

করি অঞ্চলে অসম ঢালের কারণে হিমবাহের বিভিন্ন অংশের মধ্যে প্রবাহের গতির পার্থক্য ঘটে। ফলে হিমপৃষ্ঠে টান পড়ে ফাটলের সৃষ্টি হয়, একে ক্রেভাস বলে।

সিরাক্স সৃষ্টির কারণ

করি অঞ্চলে ভূমির ঢাল যখন অত্যন্ত বেড়ে যায় তখন ক্রেভাসগুলি চারিদিক থেকে পরস্পরকে ছেদ করে। এর ফলে হিমবাহ ফেটে বরফের স্তম্ভ গড়ে ওঠে, একে সিরাক্স বলে।

Leave a Comment