কয়লার গুরুত্ব ও ব্যবহার

কয়লার গুরুত্ব ও ব্যবহার
কয়লার গুরুত্ব ও ব্যবহার

ভারতে কয়লার ব্যবহারগুলি হল-

তাপবিদ্যুৎ উৎপাদনে

ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি কাঁচামাল হিসেবে উৎপাদিত মোট কয়লার 74 শতাংশ ব্যবহার করা হয়।

ইস্পাত শিল্পে

উৎপাদিত মোট কয়লার 5 শতাংশ লৌহ-ইস্পাত শিল্পে আকরিক লোহা গলানোর জন্য ব্যবহার করা হয়।

সিমেন্ট শিল্পে

ভারতে উত্তোলিত কয়লার প্রায় 4 শতাংশ সিমেন্ট শিল্পে জ্বালানিরূপে ব্যবহৃত হয়। এ ছাড়াও সিমেন্ট প্রস্তুতিতে কয়লার ছাই ব্যবহৃত হয়।

গৃহস্থালির কাজে

মোট উত্তোলিত কয়লার 14% গৃহস্থালির জ্বালানিসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়।

অন্যান্য ক্ষেত্রে

[i] খুব সামান্য পরিমাণ কয়লা বাষ্পীয় রেলইঞ্জিনে ব্যবহার করা হয়। [ii] অ্যামোনিয়া, ক্রিয়োজোট প্রভৃতি কয়লার উপজাত দ্রব্যগুলি সার উৎপাদন, কীটনাশক ওষুধ তৈরিতে কাজে লাগে। [iii] পিচ ও আলকাতরা যথাক্রমে রাস্তা নির্মাণ, বাড়িঘর নির্মাণে
ব্যবহৃত উপকরণে প্রলেপ দিতে ব্যবহৃত হয়।

Leave a Comment