কয়লাকে কালো হিরে বলা হয় কেন

কয়লাকে কালো হিরে বলা হয় কেন
কয়লাকে কালো হিরে বলা হয় কেন?

কয়লাকে কালো হিরে বলার কারণগুলি হল-

উপাদান

কয়লা এবং হিরে উভয়ই কার্বন দিয়ে গঠিত হয়।

মূল্য

হিরে যেমন একটি বহুমূল্য রত্ন, তেমনি কয়লাও ব্যাবহারিক গুরুত্বের জন্য আধুনিক বিশ্বে অত্যন্ত মূল্যবান খনিজরূপে পরিগণিত হয়।

উপযোগিতা

হিরে গুরুত্বপূর্ণ রত্ন এবং অলংকার শিল্পে এর ভীষণ চাহিদা আছে। কয়লাও ব্যাবহারিক দিক থেকে অন্যতম খনিজ পদার্থ ও শক্তি সম্পদের উৎস। তাপশক্তি উৎপাদন থেকে শুরু করে রাসায়নিক কাঁচামাল হিসেবে কয়লার ব্যবহার বহুমুখী। এ ছাড়া কয়লা থেকে বহু উপজাত দ্রব্যও পাওয়া যায়।

এইসব দিক বিবেচনা করে কয়লাকে হিরের সাথে তুলনা করে ‘কালো হিরে’ (Black dimond) বলা হয়।

Leave a Comment