কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে।-কম্পিউটার কাদের, কীভাবে জাদুঘরে পাঠাবে

"কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে।"-কম্পিউটার কাদের, কীভাবে জাদুঘরে পাঠাবে
“কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে।”-কম্পিউটার কাদের, কীভাবে জাদুঘরে পাঠাবে?
কম্পিউটার ফাউন্টেন পেন কিংবা বল পেনকে জাদুঘরে পাঠাবে।

লেখালেখির ইতিহাসে কলম আবিষ্কার এক যুগান্তকারী পদক্ষেপ। কারণ মৃৎলিপি বা শিলালিপি কখনোই সর্বজনীন ছিল না। তাই প্রথমে বাঁশের কঞ্চি, নলখাগড়া, পাখির পালকের মাথা ছুঁচোলো করে কলম বানানো হত। পরে কাঠের বা ধাতুর দণ্ডের মাথায় নিব লাগানো কলম তৈরি হয়। দোয়াতের কালিতে নিব ডুবিয়ে লেখা হত। তবে প্রয়োজন অনেকটা মিটলেও কালির জোগান অফুরন্ত ছিল না। ফলে অনেক সময় বিপত্তি দেখা দিত। এরকম এক বিপত্তি থেকেই ওয়াটারম্যান ফাউন্টেন পেন তৈরি করেন। এরপর লেখাকে আরও স্থায়ী এবং সহজসাধ্য করতে তৈরি হয় ডট পেন বা বল পেন। বর্তমানে বাজারে হরেকরকম সস্তা ফাউন্টেন পেন বা বল পেন পাওয়া যাওয়ায়, ফলে ‘কলম এখন সর্বজনীন।’

কিন্তু লেখালেখির জগতে বিস্ময়কর পরিবর্তন ঘটেছে কম্পিউটার আসার পর। লেখা সংরক্ষণ, পরিবর্তন, সর্বোপরি ছাপার উপযোগী সহজে করার জন্য কম্পিউটারের ব্যবহার অতুলনীয়। যদিও এখনও পর্যন্ত বেশিরভাগ মানুষই নিজের লেখা নিজের কলমে লেখেন, কিন্তু অদূর ভবিষ্যতে প্রত্যেক ব্যক্তিই হয়তো নিজের নিজের কম্পিউটারে নিজের লেখালেখির কাজ করবেন বলে অনুমান করা যায়। আর এভাবেই কম্পিউটার ফাউন্টেন পেন কিংবা বল পেনকে জাদুঘরে পাঠাবে বলে লেখক মত প্রকাশ করেছেন।

Leave a Comment