কম্পিউটার গেমসের হাতছানিতে কমে যাচ্ছে খেলার মাঠের আকর্ষণ রচনা |
ভূমিকা
Sportsman-like-spirit অর্থাৎ খেলার মাঠই চৈতন্য অভ্যুদয়ের প্রাথমিক সোপানস্বরূপ। ওয়াটার্ল্ড বিজয়ী ডিউক অব ওয়েলিংটন বলেছিলেন- “The battle of waterloo won on the playing field of Eton.” কিন্তু আজকের শৈশব সবুজ মাঠের সবুজ ঘাসের স্পর্শ অপেক্ষা লক্ষ যোজন দূরবর্তী। বরং দশ ফুট বাই দশ ফুটের চোরাকুঠুরিতে, এল ই ডি স্ক্রিনে আজ ফুটে ওঠে মাঠের কৃত্রিম সবুজতা মাউস ক্লিকে আটক হয়েছে নবীন কিশোরের প্রাণবন্ত উচ্ছলতা। বিশ্বায়নের করালগ্রাসে ভুলে যাচ্ছে খেলার মাঠের সংজ্ঞা। সেই সঙ্গে যুক্ত হয়েছে করোনা মহামারির সংযোগ বিচ্ছিন্নতা। ধুলো, মাটি, কাদা ছেড়ে মানুষ সাদরে গ্রহণ করছে অকালবার্ধক্য।
কম্পিউটার গেমসের হাতছানি
ফন নিউম্যান এবং চার্লস ব্যাবেজ যেদিন আধুনিক কম্পিউটার তৈরি করেন সেদিন হয়তো তাঁরা ভাবেননি যে, সময় বাঁচানোর জন্য যা সৃষ্টি করলেন, সেই-ই একদিন মানুষের সময় গ্রাস করে নেবে। প্রথমে গণনা, পরে হিসেবনিকেশ ইত্যাদির কাজে কম্পিউটার ব্যবহৃত হলেও পরবর্তীকালে তা হয়ে উঠল মানুষের এক দক্ষতর বিকল্প, যার কাছে অসম্ভব বলে কিছু নেই। আর এখন এই যন্ত্রগণক হয়ে উঠেছে বিনোদনের সামগ্রী, এমনকি সময় কাটানোর বন্ধুবিশেষ। কম্পিউটারের পর্দায় শিশু থেকে তরুণ, যুবক থেকে প্রৌঢ় খুঁজে চলে বিনোদনের খেলা আর খেলার মাধ্যমে বিনোদন। যা হল কম্পিউটার গেম্স।
কম্পিউটার গেমসের মোহ
কম্পিউটার গেমসের কী দুর্দান্ত আকর্ষণ! তিন বছরের বালক থেকে তেত্রিশ বছরের যুবক সকলেই তার মোহজালে বন্দি। স্কুলপড়ুয়া থেকে কলেজপড়ুয়া সকলেই ঘণ্টার পর ঘণ্টা মোহজালে আবদ্ধ হয়ে বসে থাকছে এই যন্ত্রগণকের পর্দার সামনে। বাস্তবে মাঠে না গিয়ে সবাই দাপিয়ে বেড়াচ্ছে কম্পিউটারের পর্দায়। Call of Duty, Bioshock Infinite, Company of Heroes 2, Gone Home, FIFA 14, Saints Row 4, Mortal Kombat Komplete Edition-এর মতো কম্পিউটার গেম্স মানুষকে অলস, পরিশ্রমবিমুখ করে তুলছে দিনদিন। কোভিড পরিস্থিতি এই মোহকেই শত গুণে বৃদ্ধি করেছে।
খেলাধুলার প্রয়োজনীয়তা
শরীর ও মনের সুস্থতাকে কখনও অবহেলা করা যায় না। একনাগাড়ে কম্পিউটারের সামনে বসে থাকলে আমাদের শরীর ও মন দুই-ই আড়ষ্ট হয়ে যায়। খেলাধুলার মাঠ আমাদের জীবনের উত্থানপতন, সাফল্য, ব্যর্থতা, সংযম-শৃঙ্খলা বা প্রতিবাদী মনোভাব তৈরি করার যে শিক্ষা দেয় তা কম্পিউটারের গেমস কি কখনও দিতে পারে? একতার শিক্ষা, সংহতির শিক্ষা, সহযোগিতা, সহমর্মিতা, নেতৃত্বদানের শিক্ষা কি কখনও কম্পিউটারের গেম্স থেকে পাওয়া যায়? খেলার মাঠে গিয়ে শরীরচর্চার কোনো বিকল্প নেই।
উপসংহার
“খেলা মোদের লড়াই করা, খেলা মোদের বাঁচা মরা, খেলা ছাড়া কিছুই কোথাও নাই।”
-রবীন্দ্রনাথ
বাস্তবিক, খেলাধুলার বিকল্প কিছু হতে পারে না। মানবজীবনে খেলার মাঠের ভূমিকা অনস্বীকার্য। খেলাধুলা চরিত্রগঠনে, সংহতিরক্ষায়, শিক্ষায়, জীবিকার প্রয়োজনে সম্প্রীতির বাতাবরণ তৈরিতে যে ভূমিকা রেখে এসেছে তা কখনও কম্পিউটার গেম্স থেকে পাওয়া যায় না। আমাদের তরুণসমাজকে তাই মাউসের ক্লিকের খেলা থেকে বেরিয়ে খেলার মাঠের দিকে পা বাড়াতে হবে।