কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি টীকা লেখো

'কনকর্ডাট' বা 'ধর্ম মীমাংসা চুক্তি' টীকা লেখো
‘কনকর্ডাট’ বা ‘ধর্ম মীমাংসা চুক্তি’ টীকা লেখো

ফরাসি বিপ্লবের প্রারম্ভে ফরাসি সংবিধান সভা ‘সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি’ (Civil Constitution of the Clergy) নামক এক আইন দ্বারা চার্চের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে চার্চকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর ফলে রাষ্ট্রের সঙ্গে পোপের বিরোধ শুরু হয়। নেপোলিয়ন ফ্রান্সের শাসনক্ষমতা দখল করে পোপ সপ্তম পায়াসের সঙ্গে চুক্তির মাধ্যমে এই বিরোধের অবসান ঘটান। ১৮০১ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত এই চুক্তি ‘কনকর্ডাট’ বা ‘ধর্মমীমাংসা চুক্তি’ নামে পরিচিত।

শর্তাবলি

‘ধর্মমীমাংসা চুক্তি’-তে বলা হয়-

  • বিপ্লবের সময়ে চার্চ ও তার সম্পত্তির জাতীয়করণের যে নীতি গ্রহণ করা হয়েছিল তা পোপ মেনে নেবেন।
  • রোমান ক্যাথলিক ধর্মমত ও চার্চগুলিকে ফ্রান্স স্বীকৃতি দেবে।
  • সরকার কর্তৃক মনোনীত যাজকদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে পোপ।
  • ফরাসি সরকার যাজকদের বেতন দেবে।
  • যাজকদের উপর বিশপদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে।
  • ক্যাথলিকরা স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার পাবে।

গুরুত্ব

ধর্মমীমাংসা চুক্তির ফলে-

  • রাষ্ট্রের সঙ্গে পোপের বিরোধের অবসান ঘটে।
  • ক্যাথলিক চার্চ অনেকটাই রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে।
  • ফ্রান্সে ধর্মসহিমুতার আদর্শ গৃহীত হলে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠিত হয়।

এইজন্য ঐতিহাসিক কোবান (Cobban) যথার্থই বলেছেন, ‘কনকর্ডাট’ ছিল নেপোলিয়নের একটি মহান জয়।

Leave a Comment