কত খ্রিস্টাব্দে ‘বার্লিন চুক্তি’ (Treaty of Berlin) সম্পাদিত হয়? বার্লিন চুক্তির শর্তাবলি কী ছিল

কত খ্রিস্টাব্দে 'বার্লিন চুক্তি' (Treaty of Berlin) সম্পাদিত হয়? বার্লিন চুক্তির শর্তাবলি কী ছিল
কত খ্রিস্টাব্দে ‘বার্লিন চুক্তি’ (Treaty of Berlin) সম্পাদিত হয়? বার্লিন চুক্তির শর্তাবলি কী ছিল

১৮৭৮ খ্রিস্টাব্দের ‘স্যানস্টিফানোর সন্ধি’ (Treaty of Sanstephano) সংশোধন করে ‘বার্লিন চুক্তি’ (Treaty of Berlin) সম্পাদিত হয়। এই চুক্তি পূর্বাঞ্চলীয় সমস্যার কোনো সমাধান করতে পারেনি, উপরন্তু এর ফলে সমস্যা আরও জটিল রূপ ধারণ করেছিল।

বার্লিন চুক্তির শর্তাবলি

বার্লিন সন্ধির শর্তানুসারে বলা হয়-

  • সার্বিয়া, মন্টিনিগ্রো ও রোমানিয়া স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাবে।
  • বসনিয়া ও হার্জেগোভিনার উপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে।
  • স্যানস্টিফানোর সন্ধিতে সৃষ্ট বৃহৎ বুলগেরিয়াকে ম্যাসিডোনিয়া, পূর্ব রুমেলিয়া এবং বুলগেরিয়া- এই তিন ভাগে বিভক্ত করা হয়।
  • ম্যাসিডোনিয়া তুরস্ককে ফিরিয়ে দেওয়া হয়, পূর্ব রুমেলিয়ায় একজন খ্রিস্টান শাসক নিয়োগ করে তুরস্কের অধীনে স্বায়ত্তশাসিত রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হয়। বুলগেরিয়াকে নামমাত্র তুর্কি শাসনাধীনে রাখা হয়।
  • রাশিয়া বেসারাভিয়া, বার্টুস, কার্স ও আর্মেনিয়ার কিছু অংশ লাভ করে।
  • ইংল্যান্ড পায় সাইপ্রাস এবং ফ্রান্স পায় টিউনিস।

Leave a Comment