সমিধ : আসব না মানে। বেস্টফ্রেন্ড দেবাশিসের দাদার বিয়ের নিয়ন্ত্রণ, আর আমি আসব না?
দেবাশিস : তাহলে এত দেরি করলি যে?
সমিধ : দেরি কি আর সাধে হল রে? আমাদের পাড়ায় গতপরশুর বৃষ্টিতে কী পরিমাণে জল জমেছে, তা জানিস? একেবারে কোমর পর্যন্ত জল। ও জল সহজে সরবেও না, প্রতি বছর দেখে আসছি তো।
দেবাশিস : তোদের এলাকাটা বুঝি খুব নীচু?
সমিধ : একটু হয়তো নীচু। কিন্তু সেটাই তো সব কথা না। নীচু জায়গা অনেক এলাকাতেই তো থাকে। জল নিকাশি ব্যবস্থা ভালো হলে তাড়াতাড়ি করে জমা জল সরেও যায়। আমাদের এলাকায় সেরকম কোনো ব্যবস্থা নেই রে।
দেবাশিস : পুরসভায় ব্যাপারটা জানিয়েছিস?
সমিধ : জানাইনি মানে। কাউন্সিলারও তো সব জানে। কিছু বলতে গেলে বলে, দেখছি কী করা যায়। শুধু কি আমাদের এলাকা? আমাদের আশেপাশে আরও কয়েকটা এলাকার অবস্থা এরকমই, আসল কথা হল, নিকাশি ব্যবস্থাকে আমূল না পালটালে কাজের কাজ কিছু হবে না।
দেবাশিস: একটা কাজ কিন্তু করতে পারিস। তোদের এলাকার সমস্যা জানিয়ে খবরের কাগজে চিঠি লিখতে পারিস। উপরমহলের চোখে পড়লে কাজ হতে পারে।
সমিধ : আমিও সেরকমটাই ভেবেছি।
দেবাশিস : নে, চল, এবার দোতলায় যাই। সবার সঙ্গে আলাপ করিয়ে দিই তোর।