এমস টেলিগ্রাম (Ems Telegram) টীকা লেখো |
এমস টেলিগ্রাম
প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ম এমস (Ems) নামক স্থান থেকে তাঁর প্রধানমন্ত্রী বিসমার্ককে টেলিগ্রামের মাধ্যমে একটি খবর পাঠান (১৩ জুলাই, ১৮৭০ খ্রিস্টাব্দ)। এর বিষয় ছিল ফরাসি দূত বেনেদিতির (Benedetti) সঙ্গে রাজা প্রথম উইলিয়মের আলোচনার সারসংক্ষেপ। এটি ইতিহাসে ‘এমস টেলিগ্রাম’ (Ems Telegram) নামে পরিচিত।
এমস টেলিগ্রাম এবং পরিবর্তিত বিষয় প্রকাশ
প্রাশিয়ার রাজা আলোচনার বিষয়টি টেলিগ্রামের মাধ্যমে তাঁর প্রধানমন্ত্রী বিসমার্ককে জানালে সুচতুর কূটনীতিবিদ বিসমার্ক সেই টেলিগ্রামের কিছু শব্দ বাদ দিয়ে টেলিগ্রামটি এমনভাবে সাজান, যাতে মনে হয় প্রাশিয়ার রাজা ফরাসি দূত বেনেদিতিকে অপমান করেছেন। পরের দিন বিসমার্ক এটি নর্থ জার্মান গেজেট (North German Gazette) ও অন্যান্য সংবাদপত্রে প্রকাশ করে দেন (১৪ জুলাই, ১৮৭০ খ্রিস্টাব্দ)।
ফলাফল
এই ঘটনায় ফরাসি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং বাধ্য হয়ে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন প্রাশিয়ার কাছে পরাজিত হন। বিসমার্ক ব্যঙ্গ করে বলেন- ‘লাল কাপড় দেখিয়ে তিনি গলদেশের (ফ্রান্স) ষাঁড়কে ক্ষেপিয়ে দিয়েছেন’ (Bismarck showed the red rag to Galic (France) bull) |