উত্তর ভারতের সমভূমিতে খালসেচ প্রথা বেশি দেখা যায় কেন – আজকের পর্বে উত্তর ভারতের সমভূমিতে খালসেচ প্রথা বেশি দেখা যায় কেন তা আলোচনা করা হল।
উত্তর ভারতের সমভূমিতে খালসেচ প্রথা বেশি দেখা যায় কেন
উত্তর ভারতের সমভূমিতে খালসেচ প্রথা বেশি দেখা যায় কেন? |
উত্তর ভারতের সমভূমিতে খালসেচ প্রথা বেশি দেখা যায়। কারণ-
নরম মাটি
সমভূমির নরম পলিমৃত্তিকা অঞ্চলে খাল খনন করা সুবিধাজনক।
নিত্যবহ নদী
উত্তরের সমভূমি অঞ্চলের নদীগুলি হিমালয়ের বরফগলা জলে পুষ্ট হওয়ায় নিত্যবহ প্রকৃতির। তাই এই সকল নদী থেকে কাটা খালগুলি থেকে সারাবছর কৃষিতে জলসেচ করার সুবিধা রয়েছে।
সমতল ভূমি
সমতল ভূমি হওয়ায় দীর্ঘ খাল খনন তেমন কষ্টসাধ্য নয়।
বহুমুখী নদী পরিকল্পনা
উত্তর ভারতের সমভূমিতে বিভিন্ন নদীর ওপর বেশ কিছু বহুমুখী নদী পরিকল্পনা গড়ে উঠেছে। এই সকল পরিকল্পনায় বহু খাল খনন করা হয়েছে।
এই সকল কারণে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা প্রভৃতি রাজ্যের সমভূমিতে খালসেচ প্রথা অধিক দেখা যায়।