উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখো

উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখো

উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখো
উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখো।

উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য

উত্তর ভারতের নদীগুলির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হল–

উৎসস্থল

উত্তর ভারতের নদীগুলি উত্তরের হিমালয় পর্বত, তিব্বত মালভূমি ও উত্তর-পূর্বের পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে।

নিত্যবহ ও নৌপরিবহণযোগ্য

নদীগুলি বরফগলা জলে পুষ্ট হওয়ায় নিত্যবহ। ফলে সারাবছর ধরে নৌপরিবহণ করা সম্ভব হয়।

গতিপথের দৈর্ঘ্য ও প্রকৃতি

উত্তর ভারতের নদীগুলির দৈর্ঘ্য অনেক বেশি এবং এই নদীগুলির গতিপথে উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি সুস্পষ্টভাবে দেখা যায়। এজন্য উত্তর ভারতের নদীগুলিকে আদর্শ নদী বলে।

নাব্যতা ও জলপ্রপাতের উপস্থিতি

উত্তর ভারতের নদীগুলির বেশিরভাগ অংশ সমতলভূমির ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীখাত চওড়া ও অগভীর হয় এবং এদের গতিপথে জলপ্রপাত দেখা যায় না। এই কারণে নদীগুলির মধ্য ও নিম্নগতি নৌপরিবহণে উপযুক্ত।

জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ

এই নদীগুলির উচ্চপ্রবাহ ছাড়া মধ্য ও নিম্নগতিতে স্রোতের বেগ কম হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অনুপযুক্ত।

গিরিখাত ও বদ্বীপ সৃষ্টি

উত্তর ভারতের নদীগুলি পার্বত্য প্রবাহে গিরিখাত এবং নিম্নগতিতে নদীর মোহানায় সুবৃহৎ বদ্বীপ সৃষ্টি করে।

বন্যাপ্রবণ নদী

উত্তর ভারতের অধিকাংশ নদীতে বর্ষাকালে বন্যা দেখা যায়।

জলসেচের সুবিধা

নদীগুলিতে সারাবছর জল থাকে অর্থাৎ এই নদীগুলি নিত্যবহ হওয়ায় নদীগুলি থেকে সারাবছর জলসেচের সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন – নাগরিকের দায়িত্ব ও কর্তব্য রচনা

Leave a Comment